বিনোদন

কোলে সদ্যজাত মেয়েকে নিয়ে ছবি দিলেন রাজ-শুভশ্রী! তবে কি স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর?

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। এবার এক সদ্যজাত কন্যাসন্তান কে নিয়ে ছবি দিলেন তিনি। আর তাতেই কৌতুহলী অনুরাগীদের প্রশ্ন তাহলে কি নতুন অতিথি এসেই গেলো তাঁদের পরিবারে?

ইতিমধ্যে তিন বছরের একটি ছেলে রয়েছে তার। এবার দ্বিতীয় সন্তান হওয়ার আগে নিজের এক ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। রাজ এবং শুভশ্রী আগেই জানিয়েছিলেন, এবারের সন্তান একেবারেই তাদের পূর্বপরিকল্পিত। তারা ঠিক করেই নিয়েছিলেন ইউভান যখন একটু বড় হবে তখন তারা দ্বিতীয় সন্তান নেবেন। সেই মতোই এই সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন শুভশ্রী।

আরও পড়ুন: এবার বড় পর্দায় পাড়ি স্মার্ট দিদি নন্দিনীর? পরিচালকের সঙ্গে ভিডিও দিয়ে বাড়ালেন জল্পনা

এবার দ্বিতীয় সন্তান হওয়ার আগে নিজের মনের এক ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। অভিনেত্রী জানান, “ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া–আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার”। তাঁর মতে, একটি কন্যা সন্তানের জন্ম হলে তাহলে তাঁর পরিবার পরিপূর্ণ হবে।

আরও পড়ুন: টানাটানির সংসারে লোকের বাড়ি কাজ করে ছেলের স্বপ্ন পূরণ! দাদাগিরির মঞ্চে লড়াইয়ের কথা শোনালেন রুবেলের মা

এরপরেই এবার একটি ছবি দিয়েছেন অভিনেত্রী। সেখানে তোয়ালে জড়ানো একটি ছোট্ট শিশু রয়েছে শুভশ্রীর কোলে, পাশে রয়েছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আমাদের ছোট্ট প্রিন্সেস”। শিশুটি তাঁদের সন্তান নয়। তাঁদের আত্মীয়ের মেয়ে।

আজ আবার শুভশ্রীর বোনপোরও জন্মদিন। তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলের আজ জন্মদিন। তাঁর নানা সময়ের ছবি পোস্ট করে এদিন তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অনীশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলেটা। তোমায় আমি সব থেকে বেশি ভালোবাসি।’

Back to top button