একরত্তি ইয়ালিনিকে নিয়ে ফটোশ্যুট শুভশ্রীর! প্রকাশ্যে এল অভিনেত্রীর মেয়ের ছবি

Avatar

Published on:

এত সহজে ওজন কমালেন কী ভাবে? শুভশ্রীর মারকাটারি ফিগার দেখে অবাক ভক্তরা

জন্মের পর থেকেই কন্যা ইয়ালিনিকে অন্তরালে রেখেছিলেন রাজ-শুভশ্রী। ছেলে ইউভানকে অল্প দিনের মধ্যে প্রকাশ্যে আনলেও মেয়ের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি এই দম্পতি। এদিকে অনুরাগীরাও মুখিয়ে আছে কবে এই একরত্তিকে দেখবে সেই ভেবে। এবার আরও এক ছবি প্রকাশ্যে এল ইয়ালিনির। কিন্তু তাতেও মুখ দেখা যায়নি একরত্তির।

ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে নিয়ে ফটোশ্যুট করছেন শুভশ্রী। মায়ের সঙ্গে এবার ফোটোশ্যুট করল একরত্তি ইয়ালিনি। কালো রঙের একটি অফ শোল্ডার ড্রেসে মেয়েকে কোলে নিয়ে লেন্সবন্দি হয়েছেন নায়িকা। কিন্তু তাতেও মেয়েরও মুখ প্রকাশ্যে আনেননি রাজ ঘরণী।

   
 ⁠

কিছুদিন আগেই দেওয়া এক ছবিতে দেখা গিয়েছিল, ব্যালকনির গ্রিল ধরে নিচের দিকে ঝুঁকে রয়েছে ইয়ালিনি। সেখানে কিছু একটা দেখার চেষ্টা করছে সকলেই। মাথায় ছোট ছোট ঝুটি বাধা একাধিক।

  
 ⁠
একরত্তি ইয়ালিনিকে নিয়ে ফটোশ্যুট শুভশ্রীর! প্রকাশ্যে এল অভিনেত্রীর মেয়ের ছবি
একরত্তি ইয়ালিনিকে নিয়ে ফটোশ্যুট শুভশ্রীর! প্রকাশ্যে এল অভিনেত্রীর মেয়ের ছবি

মেয়েকে প্রকাশ্যে না আনার বিশেষ কারণ জানিয়েছিলেন শুভশ্রী। বলেছিলেন, “ইয়ালিনিকে একদম ইউভানের মতো দেখতে। ওকে এখন কেউ দেখে বুঝতে পারবেন না ইয়ালিনি না ইউভান। দুই ভাই বোনকে একেবারে এক রকম দেখতে। তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না। একটু চুলটা বড় হোক। একটু মেয়েদের মতো দেখতে হোক তার পর সবার সামনে ওকে নিয়ে আসব। ওর চুলগুলোও একেবারে কোঁকড়ানো। যেমনটা ইউভানের ছোটবেলায় ছিল। তাই অপেক্ষা করছি। এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে। আর একটু বড় হয়ে যাক। সবাই ওকে দেখতে পাবে”।