গসিপ

যেন কন্যা সন্তানের জন্ম..….! অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সন্তানের জন্ম নিয়ে একী জানালেন শুভশ্রী

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা।

ইতিমধ্যে তিন বছরের একটি ছেলে রয়েছে তার। এবার দ্বিতীয় সন্তান হওয়ার আগে নিজের এক ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। রাজ এবং শুভশ্রী আগেই জানিয়েছিলেন, এবারের সন্তান একেবারেই তাদের পূর্বপরিকল্পিত। তারা ঠিক করেই নিয়েছিলেন ইউভান যখন একটু বড় হবে তখন তারা দ্বিতীয় সন্তান নেবেন। সেই মতোই এই সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন শুভশ্রী।

তাই এবার দ্বিতীয় সন্তান হওয়ার আগে নিজের মনের এক ইচ্ছে প্রকাশ করলেন তিনি। অভিনেত্রী জানান, “ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া–আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার”। তাঁর মতে, একটি কন্যা সন্তানের জন্ম হলে তাহলে তাঁর পরিবার পরিপূর্ণ হবে।

আরও পড়ুন : বলিউডে কাজ পেতে এই জঘন্য কাজ করতে হবে, খুলতে হবে পোশাক! ঠিক কি অভিযোগ করলেন অভিনেত্রী পায়েল

কিছুদিন আগে জিমে গিয়ে শরীর চর্চার ছবি দেন তিনি।ওয়েট লিফটিং থেকে শুরু করে নানা ধরনের কসরৎ করতে দেখা গেল তাঁকে। জিমের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “কোনও অজুহাতই নেই। আট মাসের গর্ভবতী। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর”। এই ছবি দেখেই শুরু হয়েছিল বিতর্ক। তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়ে নিজের ছন্দেই বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী।

আরও পড়ুন : ফের বিচ্ছেদের সুর টলিউডে! বিয়ে ভাঙছে ইন্দ্রশিষের? সম্পর্কের টানাপোড়েন নিয়ে কি বললেন অভিনেতা?

যদিও এই ভিডিওটির পর নেটিজেনদের নেতিবাচক মন্তব্য দেখে অভিনেত্রী চুপ থাকলেও মুখ খুলেছেন তাঁর স্বামী। একটি কবিতা পাঠ করেছেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় আবৃত্তিকার পারোমিতা। যে কবিতার মূল বক্তব্য, “মেয়েরাই মেয়েদের জাজ করে”। আর এই পোস্টটি সমর্থন করেছেন রাজ। তিনি পোস্টটি শেয়ার করেছেন। একইসঙ্গে পারোমিতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Back to top button