স্বামী সংসার নিয়ে সুখী গৃহকোণ শুভশ্রী গাঙ্গুলীর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও সফল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এছাড়াও ছেলে- মেয়েকে নিয়ে দারুন আনন্দেই সংসার যাপন করছেন তারা। এবার শাশুরির সঙ্গেও তাঁর সম্পর্ক কেমন সেই প্রমাণ আরও একবার মিলল।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ছবি সন্তান। শাশুড়িকে নিয়ে সেই ছবি দেখতে গিয়েছিলেন শুভশ্রী। সেখানেই দেখা গেল
সোহাগ করে শাশুড়ি গাল টিপে দিলেন তিনি। রাজও ভিড়ের মধ্যে আগলে রেখেছিল মাকে।
শুভশ্রী জানান, “মাকে ছবিটা দেখালাম। আগে মা রাজের সব সিনেমা দেখতেন। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মা কিছুতেই বাড়ি থেকে বেরোতে চান না। তবে এ দিন আমিই জোর করেছিলাম। বলেছিলাম তুমি না গেলে আমিও যাব না। তাই মা এলেন বাধ্য হয়ে। ছবিটা দেখে মা-ও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বুঝছি মায়েরও ভাল লেগেছে”।
এ মুহূর্তে ক্যারিয়ারের শীর্ষ পর্যায় রয়েছেন রাজ শুভশ্রী উভয়ই। আর এর মধ্যেই তারা দ্বিতীয়বার বাবা-মাও হয়েছেন তাঁরা। অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, শুভশ্রী বাচ্চা খুব ভালোবাসেন তাই তারা আরও একটি সন্তানের জন্য পরিকল্পনা করেছেন। তবে এই ব্যস্ততার মাঝেও নিজের বেশিরভাগ সময়টাই তিনি তার সন্তানকে দিতে চান বলেও জানান রাজ।