টলিউডে একাধিক বিচ্ছেদ-বিরহের মাঝে একী কাণ্ড ঘটালেন রাজ-শুভশ্রী? প্রকাশ্যে আনলেন অন্দরের খবর

Published on:

ইংরেজিতে বরের প্রশংসা করতে গিয়ে বিপত্তি! ফের কটাক্ষের শিকার শুভশ্রী

দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল বিয়ের। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী একসঙ্গে কাটিয়ে ফেলেছেন ছয়টি বসন্ত। টলিউডে যখন একের পর এক পাওয়ার কাপলদের ঘর ভাঙছে ঠিক তখনই আরও জুড়ে রয়েছেন এই জুটি।

যীশু নীলাঞ্জনা হোক কিংবা ঋষি কৌশিক-দেবযানী, ঘর ভাঙার খবরে এখন মুখরিত টলিউড। তবে এরই মাঝে কিছু তারকা দম্পতি বুঝিয়ে চলেছেন, শত ব্যস্ততা থাকলেও, চাইলেই একে-অপরকে আগলে রাখা যায়। এদের মধ্যেই অন্যতম রাজ-শুভশ্রী।

   
 ⁠

স্বামীকে নিয়ে আদুরে পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেদের আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে ভালোবাসা উজাড় করে দিলেন শুভশ্রী। দেখা গেল বরের সঙ্গে ডিনার ডেটে গিয়েছেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। কালো রঙের একটি লম্বা গাউন ছিল শুভশ্রীর গায়েতে। বরের গায়ে ঠেঁস দিয়ে বসে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ডেট নাইট’।

  
 ⁠

বরকে নিয়ে প্রায়ই আদুরে পোস্ট দেন শুভশ্রী। কম যান না পরিচালক বরও। কিছুদিন আগেই রাজের জন্মদিনে বিয়ের পর থেকে সন্তান হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তের কোলাজ করা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, “আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডার-ম্যান, ব্যাটম্যান এবং সবচেয়ে ভাল এক জন মানুষ। আমি তোমায় সবচেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন”।