বিয়ের আট মাসেই মা হলেন স্বরা! সদ্যজাতের কী নাম রাখলেন জানেন?

ফেব্রুয়ারি মাসেই পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের চার মাসের মধ্যেই দিয়েছিলেন সন্তান আসার খবর। এবার আরো একবার সুখবর দিলেন অভিনেত্রী। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সেকথা জানিয়েছেন স্বরা নিজেই। মেয়ের নাম রেখেছেন রাবিয়া। কন্যার নামপ্রকাশ করে স্বরা জানালেন, তিনি মা হয়েছেন গত শনিবার, ২৩ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে লিখলেন, ‘একদম নতুন এক জগৎ যেন।’
এক মিছিলেই ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার। এরপর জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্যাক্টে রেজিস্ট্রার হয় স্বরা ও ফাহাদের বিয়ে। আর বিয়ের চার মাসের মধ্যেই দিলেন সুখবর। স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করে স্বরা লিখলেন, ”অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আর্শীবাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।”
অভিনেত্রী এই খুশির খবর পোস্ট করতেই নেটিজেনদের তরফে উড়ে এসেছিল একাধিক টিপ্পনি। কেউ কেউ আবার প্রশ্ন করছেন, বিয়ের আগেই কি তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্বরা? সেই কারণেই সাত তাড়াতাড়ি বিয়ে করে বসেন স্বরা? তবে নেতিবাচকতাকে আগাগোড়াই এড়িয়ে চলেন স্বরা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আপাতত নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত তাঁরা। যদিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকেই।