বিয়ের পর প্রথম পুজোয় দামী উপহার স্ত্রীকে! পাল্টা স্বর্ণেন্দুকে কী দিলেন শ্রুতি?

বিয়ের পর এই প্রথম দুর্গা পুজো। তাই এবারের পুজো টা একটু বেশি স্পেশাল ছিল রাঙা বউ ওরফে শ্রুতির কাছে। প্রথম পুজোয় বরের কাছ থেকে কিন্তু দারুন উপহার পেয়েছেন শ্রুতি। কিন্তু তার বদলে বর কে তিনি কী দিলেন?
বিয়ের পর প্রথম সব কিছুই খুব স্পেশাল হয়। সেখানে দুর্গাপুজো তো আরো বেশি স্পেশাল। বিয়ের পর প্রথম দুর্গাপুজোতে বউকে একটি সুন্দর নীল রঙের শাড়ি উপহার দিয়েছেন স্বর্ণেন্দু। যে শাড়িটা শ্রুতি পড়েছিলেন সপ্তমীর দিন। সঙ্গে ছিল ম্যাচিং গয়না। এরসঙ্গেই ছিল সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ। কিন্তু পাল্টা শ্রুতি কী দিলেন বরকে? জানা গিয়েছে, তিনি কিছুই দেননি। দিয়েছেন শুধুই বুক ভরা ভালোবাসা।
শ্রুতির শ্বশুর বাড়িতে দুর্গা পুজো হয়। মায়ের বিদায় বেলায় মাতলেন সিঁদুর খেলায়। জড়িয়ে ধরে আদর করলেন উমাকে।সেখানেই দেবী দুর্গাকে বরণ করেন তিনি। লাল শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজে সিলভারের গয়না পড়ে সেজেছিলেন অভিনেত্রী। বরণ শেষে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকেন মায়ের দিকে। চুমু খেয়ে আদর করেন উমা কে।
এরপরেই সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি। এদিন শ্রুতির মাও উপস্থিত ছিলেন। মায়ের সঙ্গেও সিঁদুর খেলেন শ্রুতি। স্ত্রীকে জড়িয়ে মায়ের সঙ্গে ছবি তোলেন স্বর্ণেন্দু। পরিবারের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অভিনেত্রী লেখেন, “শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে”।
প্রসঙ্গত, একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে একেবারে অন্যরকম ভাবে নিজেদের বিশেষ দিন কাটান শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোনও নিয়ম হয়নি। সামাজিক বিয়ে এখনও বাকি রয়েছে তাদের। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা।