দেবী দুর্গাকে সাক্ষী রেখে শ্রুতির সিঁথি রাঙালেন স্বর্ণেন্দু! সামাজিক বিয়ে কবে?

Avatar

Published on:

দেবী দুর্গাকে সাক্ষী রেখে শ্রুতির সিঁথি রাঙালেন স্বর্ণেন্দু! সামাজিক বিয়ে কবে?

একেবারে ছক বাধা নিয়ম থেকে বেরিয়ে বিয়ে করেছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু। বিয়েতে আংটি বদল মালাবদল হলেও বাকি কোন নিয়ম হয়নি। এমনকি ছক ভাঙা নিয়ম দেখা গেছে সাজগোজেও। লাল বেনারসি নয়, বরং সাদা শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। কিন্তু বাকি রয়েছে সামাজিক বিয়ে। কবে সামাজিক ভাবে বিয়ে করবেন তাঁরা?

এবারেও দশমীতে দেখা গেল শ্রুতির সিঁথি রাঙিয়ে দিচ্ছেন স্বর্ণেন্দু। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্রুতি দাস। ক্যাপশনে লিখলেন, ‘বছরের এই দিনটায় মায়ের সামনে প্রথম ছবিটা তোলা হচ্ছে গত বছর থেকে। তবে বিয়ের পিঁড়িতে বসে এই ছবিটা তোলা হবে যেদিন মা চাইবেন। সবই মায়ের ইচ্ছে।’

   
 ⁠

তাঁদের সামাজিক বিয়ে কবে হবে সেই নিয়ে একবার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। শ্রুতি বলেন, ২০২৪ সালে সামাজিক বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। তবে সামাজিক বিয়ে হবে, ২০২৫ সালে।

  
 ⁠

এরপরেই কবে সন্তান নেবেন সেই দিনক্ষণও জানান তিনি। শ্রুতি বলেন, বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ নাগাদ সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বিয়ের দিন সাদা রঙের সরু লাল পাড় বসানো শাড়ি। গায়ে রুপোর গয়না। মাথায় টায়রা-টিকলি, নাক ভর্তি সিঁদুর, গলায় লাল গোলাপের মালা পরে নজর কেড়েছেন শ্রুতি৷ কেন হঠাৎ এমন সাজ অভিনেত্রীর? কেনই বা ‘রাঙা বউ’ লাল না পরে বেছে নিলেন সাদা লাল-পাড় শাড়ি? প্রশ্ন তুলেছিলেন অনুরাগীদের একাংশ।

একবার শ্রুতি জানিয়েছিলেন, সাদা জামা পরে তিনি একটি বিয়ে বাড়ি গিয়েছিলেন। সেখানে তাঁকে শুনতে হয়েছিল ‘কালো মেয়ে সাদা পরলে খেতে আসে’। তখন তিনি তাঁর অর্থ বোঝেননি। এখন বিয়েতে সাদা রঙকে প্রাধান্য দিয়ে সমাজের সেই সব মানুষদের যোগ্য জবাব দিয়েছেন শ্রুতি। সেটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।