গসিপ

নতুন ‘প্রেম’ শোভন-সোহিনীর! মন ভালো নেই স্বস্তিকার, সোশ্যাল মিডিয়ায় কী বললেন অভিনেত্রী?

বর্তমানে ছোট পর্দার সেন্সেশন স্বস্তিকা দত্ত। তার একের পর এক দাপুটে অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে। সম্প্রতি গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে প্রেম ভেঙেছে তার। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দিয়ে মন খারাপের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছিল শোভন-স্বস্তিকার সম্পর্কে নাকি ভাঙ্গন ধরেছে। আর এর পেছনে কারণ সেই তৃতীয় ব্যাক্তির আগমন। গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। কোনও দিনই নিজেদের সম্পর্ক নিয়ে আড়াল করেননি এই জুটি। সব সময় প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁদের একসঙ্গে। ২০২১ সাল থেকে জমিয়ে প্রেম করছেন দু’জন। যদিও এই তৃতীয় ব্যক্তির আগমনের কথা উড়িয়ে দিয়েছেন সব পক্ষই। তবে এবার আবার গায়ক প্রেমে পড়েছেন বলে শোনা যাচ্ছে।

টালিগঞ্জের গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন শোভন গাঙ্গুলী। এদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীও এখন সিঙ্গেল। তাই এই সম্পর্কের খবর এত জোরদার হচ্ছে। সোহিনী সরকারের মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতিও নজর কেড়েছে। এদিকে সোহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন, পোস্ট লাগাতার শেয়ার করছেন শোভন।

এরপরেই দেখা গেল স্বস্তিকার এক রিলস। সেখানে তিনি বলছেন, “আমার কিছু বলার আছে। আমি একটু খুশি। একটু ব্যস্ত কাজ নিয়ে, সকালে বাড়ি ফিরেছি। আমার দুপুরেই কাজে বসে গিয়েছি। এমন দিন আসে যদিন তুমি খুশি হতে চাও, ভালোবাসায় ভরে থাকতে চাও, কিন্তু মনে আসা ভুলভাল চিন্তাগুলো আটকাতে পারো না”।

তাঁকে আরও বলতে শোনা যাচ্ছে, “আর মনের ভিতরের এলোমেলো চিন্তাগুলো তোমার দিনটাকে উপভোগ করতে দেয় না।কেউ যদি হঠাৎ করে খুব অদ্ভুত ব্যবহার করে, তার উপরে রেগে যেও না। হতেই তো পারে সে কোনও একটা জিনিস নিয়ে খুব ঘেঁটে আছে”।

Back to top button