আগুন হয়তো আবার জ্বলে উঠবে! শোভনের সঙ্গে বিচ্ছেদের পর কেমন আছেন স্বস্তিকা?

স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের পর সোহিনী সরকারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শোভন গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় তাদের একের পর এক পোস্ট সেই সম্পর্কের আগুনে আরও ঘি ঢালছে। কিন্তু এই সব কিছুর মাঝেই কেমন আছেন শোভনের প্রাক্তন স্বস্তিকা? এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খানিকটা সেই আন্দাজই দিলেন অভিনেত্রী।
শোভন স্বস্তিকার প্রেম এতটাই এগিয়েছিল যে তাঁদের মধ্যে বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। শোনা যায়, স্বস্তিকা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলেন বিচ্ছেদের পর। কিন্তু ওই যে কথায় বলে সময় সব ক্ষত স্থানেই মলম লাগিয়ে দেয়। এক্ষেত্রেও ঠিক তাইই হয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন অভিনেত্রী। লিখেছেন, “কোনও কোনও দিন, নিজেদের খুঁজে পাওয়া যায় না। ভয় লাগে, ক্লান্ত লাগে। বিশ্রাম পেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। সাহায্য পেলে আগুন হয়তো আবার জ্বলে উঠবে, সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে যাবে। আর সেই সময়ই হয়তো তোমার মনে হতে পারে ভিতরের ওই ঝড় আসলে উপহার ছিল”।
বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন স্বস্তিকা। তাঁর হাতে এখন অনেক ওয়েব সিরিজের অফার রয়েছে। তবে দীপাবলিটা বাড়িতেই সকলের সঙ্গে কাটিয়েছেন তিনি। বাড়িতে ছোট করে পুজো হয়েছে তাঁদের। বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে।