অভিনয়ের সঙ্গে দক্ষতা গানেও! মাচা শোয়ে লতার গান গেয়ে মঞ্চ মাত করলেন স্বস্তিকা

বাংলা সিরিয়ালের নায়ক নায়িকারা বিভিন্ন জায়গায় গিয়ে পাড়ার অনুষ্ঠানের শো করে থাকেন। এমনকি সেখানে গিয়ে দর্শকদের অনুরোধে গানও গাইতে হয় তাদের। আর এই গান গে য়ে চরম ট্রোলের শিকার হন অভিনেতা অভিনেত্রীরা। বিশেষ করে কিছুদিন আগেই কৌশানিকে দারুন ট্রোলের শিকার হতে হয়েছিল। তবে স্বস্তিকা ওরফে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা গান গেয়ে কিন্তু মাত করে দিলেন।
কিছুদিন আগেই একটি মাচা শো তে গিয়েছিলেন তিনি। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের মঙ্গল দীপ জ্বেলে গান গেয়ে তাক লাগালেন তিনি।
তাঁর গানের গলা শুনে মুগ্ধ দর্শক মহল। তাঁদের তারিফ শেষই হচ্ছে না। সরস্বতীর প্রেম’ সিরিয়াল দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন স্বস্তিকা। তবে দর্শকদের আরও কাছাকাছি এসেছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের জন্য।
সম্প্রতি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী স্পেশ্যাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাঙা বউ ওরফে শ্রুতি। সেই অনুষ্ঠানে গিয়েই স্টেজে উঠে মাইক হাতে গান গাইতে শুরু করেন এই অভিনেত্রীও। বাতাসে গুনগুন গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনিও। অভিনয় দক্ষতার পাশাপাশি এত ভালো যে তিনি গান গান সেটা অবশ্য আগে জানা ছিল না দর্শকদের। সেই গানের ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।