অতিরিক্ত সুন্দরী হওয়ার জন্য হাতছাড়া একের পর এক ছবির প্রস্তাব। এমনই আক্ষেপ করে বসলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার এই আক্ষেপের কথা শুনে হতভম্ব নেটিজেনরা।
অনেকেরই স্বপ্নের নারী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সৌন্দর্য নিয়ে কোনও কথা হবে না। কিন্তু এই অভিনেত্রীই কিনা নিজের সৌন্দর্য্যের জন্য ছবিতে কাজ করার সুযোগ হারিয়েছেন? এমনটাও কি হতে পারে?
অভিনেত্রী জানান, দেখতে ভালো হওয়া কেরিয়ারে অনেক সিনেমার জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক ভালো চরিত্র তাঁর কাছে এসেছে, তবে শুধুমাত্র তাঁকে মানাবে না এটা ভেবে বাদ পড়েছেন। এক অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালে নবারুণ ভট্টাচার্যের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা, যেখানে তাঁকে অটো ড্রাইভারের বউয়ের চরিত্রে অভিনয় করতে হত। কিন্তু পরিচালকের মতে অটোওয়ালার স্ত্রী এমন সুন্দর হতে পারে না। তাই সেই চরিত্রে আর অভিনয় করে ওঠা হয়নি তাঁর।
স্বস্তিকা জানান, “সবসময় গ্ল্যামারাস, সুন্দরী দেখতে লেগেছে সব চরত্রে তা নয়, তবে আমি চরিত্রটার দিকে নজর দিয়েছি। যদি ওই চরিত্রটায় একটু দুঃখীও ডিম্যান্ড করে এবং তাতে যদি তাঁকে প্যাথেটিকও দেখায়, তিনি রাজি”।
বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অকপটে বলে ফেলেন তিনি।
সব সময়ই ছক ভাঙা নিয়মে গা ভাসাতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ে খবরের শিরোনামে তিনি। তাঁর শাড়ি, ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়া জোগাড় হয়।