আগামী সপ্তাহেই অস্ত্রোপচার স্বস্তিকার! হল রক্তপরীক্ষা, হঠাৎ কী হল অভিনেত্রীর?

দুদিন আগেই নিজের অপূর্ন ইচ্ছে পূরণ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এরমধ্যেই ফে খারাপ খবর দিলেন তিনি। তাঁর নাকি অস্ত্রোপচার হবে। আর এই খবরেই উদ্বিগ্ন অনুরাগী মহল।
তাঁর বাবার সময় থেকে একজন রক্ত নিতে আসতেন তাদের বাড়িতে তাঁর নাম ফাল্গুনী। তাঁকে তাঁর মা ও সে ফাল্গুনী দা বলেই ডাকে। এদিন সে এসেই রক্ত নিল। তবে তার আগে রাখি পড়ালো অভিনেত্রীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী।
ক্যাপশনে তিনি লিখেছেন, “রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের।”তিনি আরো লেখেন, “ফাল্গুনী দা, ওনার পুরো নাম টা জানিনা। কোনদিন জিজ্ঞেস করার কথাও মনে আসেনি। বাবা সব সময়, ওহে ফাল্গুনী, বলে ডাকতো, মা আর আমরা দুই বোন নামের সঙ্গে দা”।
স্বস্তিকা লেখেন, “আমার যখন ২০ বছর বয়স হবে, তবে থেকে ফাল্গুনী দা আমাদের বাড়িতে আসেন, তার আগে থেকে আসেন তেমন টাও হতে পারে। ঠিক মনে নেই। রক্ত পরীক্ষা করতে হলেই ওনার ডাক পরে। SRL ডায়গনিস্টিকস’এ কাজ করেন উনি, সারাজীবন এই সাদা পোশাক পরে আসেন, মুখে স্মিত হাসি, এসেই বলেন এক ফোঁটাও ব্যাথা লাগবে না। সত্যি তাই। ছুঁচে আমার বড় ভয়, কিন্তু বোঝার আগেই রক্ত নেওয়া হয়ে যায় ওনার”।
এরপরেই নিজের অস্ত্রপোচারের কথা জানান তিনি। তবে অনুরাগীরা অনেকেই জিজ্ঞেস করেছেন কেন অপারেশন, তাঁর কি হয়েছে জানতে চেয়েছেন অনেকেই। যদিও এই নিয়ে কিছুই বলেননি অভিনেত্রী।