ভাবছি নতুন বছরে….! ২০২৫-এ জীবনের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন স্বস্তিকা

Published on:

ভাবছি নতুন বছরে....! ২০২৫-এ জীবনের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন স্বস্তিকা

বয়স ৪০ পেরলেও এখনও ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অপপটে বলে ফেলেন তিনি। এবার বছরের শুরুতেই জানালেন গোটা বছরের রেজোলিউশন।

এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, “আমার তো মান্থলি রেজলিউশনটাই নিউ ইয়ার রেজলিউশন হয়ে গিয়েছে। পঁচিশে সিগারেট খাওয়া একেবারে ছেড়ে দেব। ২০২৪ সালে পাঁচ মাস যদিও ধূমপান করিনি। তার পর যা হয়! আবার শুরু হল। ডিসেম্বর মাসে ভাবলাম এই তো ১৩ তারিখ জন্মদিনে ছেড়ে দেব। তার পর সেটা ২৫ ডিসেম্বর অবধি গড়াল। এখন ভাবছি নতুন বছরেই ধূমপান করা বন্ধ করে দেব”।

   
 ⁠

কিছুদিন আগেই নিজের কেরিয়ার নিয়ে ফেসবুকে তিনি লেখেন, “এখনও ২৪ বছর পরেও অডিশনে যাচ্ছি। ধন্যবাদ আমার উৎসুক মনকে যে অনেক অল্প বয়সে নিজেই নিজের মেকআপ করতে শিখে গিয়েছিল। ধন্যবাদ মা, আমায় কয়েক মুহূর্তে শাড়ি পরতে শেখানোর জন্য। এই শহর তোমায় নম্র হতে শেখায় এবং কীভাবে সেটাও। প্রত্যেক অভিনেতার উচিত তাঁদের ফাঁপা ইগো সরিয়ে কোনও ভালো চরিত্র পেলে সেটা গ্রহণ করা। এবং দারুণ কাজ করা”।

  
 ⁠

প্রায় ২০ বছর বয়স থেকে কাজ করা শুরু করেছেন স্বস্তিকা। এখন ৪০ এর কোঠায় দাঁড়িয়েও তিনি অন্য শহরে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি একবার বলেছিলেন, অতিরিক্ত সুন্দরী হওয়ার জন্য হাতছাড়া হয় তাঁর একের পর এক ছবির প্রস্তাব। তার এই আক্ষেপের কথা শুনে হতভম্ব নেটিজেনরা।

অভিনেত্রী জানান, দেখতে ভালো হওয়া কেরিয়ারে অনেক সিনেমার জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক ভালো চরিত্র তাঁর কাছে এসেছে, তবে শুধুমাত্র তাঁকে মানাবে না এটা ভেবে বাদ পড়েছেন। এক অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালে নবারুণ ভট্টাচার্যের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা, যেখানে তাঁকে অটো ড্রাইভারের বউয়ের চরিত্রে অভিনয় করতে হত। কিন্তু পরিচালকের মতে অটোওয়ালার স্ত্রী এমন সুন্দর হতে পারে না। তাই সেই চরিত্রে আর অভিনয় করে ওঠা হয়নি তাঁর।