বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় এই অভিনেত্রী বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন। নিজের আবেগকে সোশ্যাল মিডিয়ায় সব সময় তুলে ধরেন তিনি। তাই এবারেও পয়লা বৈশাখে নিজের আবেগের কথা লিখলেন সোশ্যাল মিডিয়ায়।
ছোটবেলার স্মৃতি মনে পড়ে স্বস্তিকা লেখেন, “পয়লা বৈশাখের সঙ্গে প্রথম আলাপ করিয়েছিল মা। নতুন বছরের প্রথম দিন নতুন কিছু গায়ে দিতে হয়। তাই ছোট বেলায় মা দেশপ্রিয় পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুড়ি, চুলের ক্লিপ এই সব কিনে দিত। মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট সুখেই সুখী মানুষ আমরা”।
তিনি যোগ করেন, “বাবা বলত শুভ একলা (১লা) বৈশাখ – কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা নয়। আমি, দিদি, শিব-সাবিত্রী এবং দ্য গ্রুমিং কোম্পানির তরফ থেকে আপনাদের সবাই কে জানাই নতুন বাংলা বছর ১৪৩২ এর অনেক শুভেচ্ছা। এই বৈশাখ ও আপনাদের আগামী শুভ হোক- আলো হোক”।
অভিনেত্রী লেখায় মাঝে মাঝেই ছোটবেলার স্মৃতি উঠে আসে। তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ কিংবা মায়ের উদ্দেশ্যে খোলা চিঠি স্থান পায় সোশ্যাল মিডিয়ায়। এবারেও তাই আবেগে ভেসে গিয়ে ছোটবেলার পয়লা বৈশাখের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে লিখলেন তিনি।