বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অপপটে বলে ফেলেন তিনি। এবার নিজের বাবাকে নিয়ে আবেগপূর্ন পোস্ট করলেন অভিনেত্রী।
২০২০ সালের ১১ মার্চ বাবাকে হারিয়েছিলেন স্বস্তিকা। শনিবার রাতে হঠাৎ করেই বাবার পুরোনো গন্ধ অনুভব করেন তিনি। এরপরেই রবিবার সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে লিখলেন অভিনেত্রী। উজাড় করে দিলেন সব আবেগ। যাবতীয় লুকিয়ে থাকা মনের কথা ব্যক্ত করলেন নিজের লেখায়।
তিনি লেখেন, “কাল রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। সেই চেনা গন্ধটা নাকে আসতেই উঠে পড়লাম। গন্ধটা পেয়ে জেগে গিয়েছিলাম, নাকি জেগে গিয়ে গন্ধটা পেলাম ঠিক ঠাহর করতে পারলাম না। বাবা ষ্টুডিয়ো থেকে বাড়ি ফিরলেই বাড়িটা যেমন ব্যস্ত হয়ে উঠত, কাল রাতে ঠিক তেমনটা হল। আর সেই ঘাম, পারফিউম, ইউডি কোলন মেশানো গন্ধটা বাড়িময় ঘুরপাক খাচ্ছিল। আমি বালিশে মাথা রেখেই ভাবছি, আচ্ছা বাবা কি সত্যি বাড়ি ফিরেছে?”
তাঁর সংযোজন, “গাঢ় গেরুয়া রঙের পাঞ্জাবিটা পরে ছিল বাবা। বাথরুম থেকে বেরিয়ে বলল, ‘দাঁড়া একটু বসতে দে, মামনি আমার বড় গ্লাস টায় জল দে তো! বলে নিজের ঘরে চলে গেল।’আমি সেই একই ভাবে ডান পাশ ফিরে বালিশে মাথা দিয়ে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি কখন বাড়ি ফিরেছি জিজ্ঞেস করল না তো? তাহলে কী ভুলে গেল যে আমি বাড়িতেই আছি? কত কিছু ভাবলাম! ওই চেনা গন্ধটা নাকে নিয়েই, কিন্তু ডান পাশ থেকে আর বা পাশে ফেরা হল না”……।
অভিনেত্রীর লেখা দীর্ঘ পোস্টে কেবলই আবেগ, হারিয়ে ফেলার যন্ত্রণার কথা ফুটে উঠেছে। প্রতিমুহূর্তে তিনি তার বাবাকে কতটা মিস করেন সেই কথাই যেন অভিনেত্রী তুলে ধরেছেন তার ছত্রে ছত্রে।