মানুষটাকে একা ছেড়ে দিন! রবিঠাকুরের ভূমিকায় অনুপম খেরকে খোঁচা স্বস্তিকার

একেবারে যেন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপম খের এর সম্প্রতি এই লুক প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন দর্শকরা। অনেকেই এই সিনেমা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে বাঙালি হিসেবে বেজায় বিরক্ত স্বস্তিকা মুখোপাধ্যায়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সেখানেই মুখ্য চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি দেখা যাবে অনুপম খেরকে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত দাড়ি চুল পোশাক পড়ে তার যখন প্রথম লোক প্রকাশ পেয়েছে তা দেখে রীতিমতো একপ্রকার চমকে গিয়েছেন দর্শক মহল।তবে বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবতারে দেখে মেনে নিতে পারেননি স্বস্তিকা।
বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, “কারও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করা উচিত নয়। মানুষটাকে একা ছেড়ে দিন।” যদিও নিজের পোস্টে কারোর নাম উল্লেখ করেননি তিনি। তাও কারোর বুঝতে বাকি থাকে না যে এই পোষ্টের মাধ্যমে তিনি অনুপম খেরকে কটাক্ষ করেছেন। অভিনেত্রীর এই পোস্টটি সম্মতি জানিয়েছেন অনেকেই।
তবে অন্যদিকে এ পোষ্টের বিরোধিতাও করেছেন বেশ কিছু জন। তাদের মতে,বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর চেনা, তবে গোটা ভারতে সবাই তো জানে না। ওনার ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আর সিনেমাই তার উপযুক্ত মাধ্যম। সিনেমার মাধ্যমে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে এতে দোষের কিছু নেই বলেই মনে করছেন একাংশ।