জীবনে একমাত্র উদ্দেশ্য মায়ের ছায়া হয়ে বাঁচব! সোশ্যাল মিডিয়ায় মায়ের স্মৃতিতে ডুব দিলেন স্বস্তিকা

Published on:

জীবনে একমাত্র উদ্দেশ্য মায়ের ছায়া হয়ে বাঁচব! সোশ্যাল মিডিয়ায় মায়ের স্মৃতিতে ডুব দিলেন স্বস্তিকা

বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল, পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অপপটে বলে ফেলেন তিনি। এবার নিজের মাকে নিয়ে আবেগপূর্ন পোস্ট করলেন অভিনেত্রী।

একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পুরনো এই বিয়েবাড়ির ছবি পোস্ট করে তিনি লিখলেন, “চার দিকে এত বিয়েবাড়ি। আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম।মায়ের মতো দেখতে লাগবে, জীবনে আমার একমাত্র উদ্দেশ্য। মায়ের মতো চুল হবে, মায়ের মতো বসব, কথা বলব— মায়ের ছায়া হয়ে বাঁচব।ছোটবেলাটা বেশ ছিল, হঠাৎ কবে যেন বড় হয়ে গেলাম”।

   
 ⁠

ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মায়ের পরনে রয়েছে, লাল-সাদা ঢাকাই জামদানি শাড়ি। মাথার খোঁপায় ফুল। কপালে বড় লাল টিপ। পাশেই ফ্রক পড়ে বসে ছোট স্বস্তিকা। বড় হয়ে যে একেবারে স্বস্তিকাকে তাঁর মায়ের মত তা ছবি দেখেই বোঝা যায়।

  
 ⁠

কিছুদিন আগেও মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে কোথাও আলতা পড়ছেন তিনি, কোথাও আবার মাথায় টোপর পড়ে ছবি দিয়েছেন। এই সবকটি ছবিই বিজয়ার এই ছবির শুটিংয়ের ফাঁকে তোলা।

ছবি গুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “শট এর অপেক্ষা করতে করতে সেট এ তোলা ছবি, আমার মা খুব আলতা পরতে ভালবাসত। কাজের জন্য আমিও চান্স পেলেই পরি। মা এর পা দুটো কি সুন্দর লাগত – ভাবি আমার পা টাও যদি কোনদিন ওমন সুন্দর লাগে”।