খারাপটাই কেন মনে রাখব? প্রাক্তনকে নিয়ে ভাইরাল স্বস্তিকার পুরোনো সাক্ষাৎকার

Published on:

খারাপটাই কেন মনে রাখব? প্রাক্তনকে নিয়ে ভাইরাল স্বস্তিকার পুরোনো সাক্ষাৎকার

বিচ্ছেদের এত বছর পর তাঁরা বর্তমানে ভালো বন্ধু। প্রাক্তন পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন পরমব্রত তাঁকে অভিনেত্রী হিসেবে উন্নত হতে সাহায্য করেছেন।

সম্পর্ক শেষ হয়েছে বহুদিন হল। এরপর একসঙ্গে কাজও করেছেন স্বস্তিকা-পরম। এখন দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত। সদ্য বিয়ে করেছেন পরমব্রত। অপরদিকে মেয়ে ও কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রীও।

   
 ⁠

স্বস্তিকা বলেন, “পরমের সঙ্গে যখন আমার একটা অন্তরঙ্গ যোগাযোগ ছিল তখন ওর জন্য আমি অনেক ভালো ভালো ছবি দেখেছি। ও অনেক ভিডিয়ো ক্যাসেট নিয়ে আসত। সেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে আরও উন্নত হতে সাহায্য করেছে। আমাদের সম্পর্ক টেকেনি তাই খারাপটাই কেন মনে রাখব? এগুলোও মনে রাখব।”

  
 ⁠

কিছুদিন আগেই অ্যানিমাল ছবির জামাল কুদু গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল পরমব্রত, স্বস্তিকা ও সৃজিতকে। আর মুহূর্তেই ভাইরাল হল সেই ভিডিও। সৃজিত , পরমব্রত, স্বস্তিকার সঙ্গে দেখা মিলেছিল আরও তারকার হইচইয়ের বর্ষবরণের পার্টিতে। একসঙ্গে ছবি তুললেন, দিলেন আড্ডাও।

বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অপপটে বলে ফেলেন তিনি।