পুজোয় মুক্তি পাবে রুক্মিণী মৈত্রর নতুন ছবি টেক্কা। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও দেখা যাবে অভিনয় করতে। এবার তাঁর সঙ্গেই নিজের অভিনয়ের অভিজ্ঞতা জানালেন রুক্মিণী।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রুক্মিণী বলেন, “স্বস্তিকার মতো দক্ষ একজন অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা, সেটা সত্যিই মনে রাখার মতো। ওকে অবশ্য অনেক আগে থেকেই চিনি। ও ভীষণই বন্ধুত্বপূর্ণ। তবে এই ছবিতে কাজ করার সময় মনে একটা বিষয়টা কাজ করছিল, যে একজন এতটা দক্ষ অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। তবে গিয়ে দেখলাম ও সবকিছুই খুব সহজ করে দিল।”
অভিনেত্রী বলেন, “স্বস্তিকা সবসময় উৎসাহ দিয়েছে। হয়ত কোনও দৃশ্য করেছেন, তখন স্বস্তিকা বলেছেন, কী ভালো করলি তো, এত ভালো কাজ করিস, তাহলে নার্ভাস কেন”?
‘টেক্কায়’ মায়ার চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী। সেই চরিত্রটিকে নিয়ে বলতে বললে অভিনেত্রীর বক্তব্য, তাঁর এই সাত বছরের কেরিয়ারে অন্য়তম কঠিন একটা চরিত্র এটা। যখন তিনি প্রথম চিত্রনাট্য শুনেছিলেন, ‘মায়া’কে দারুণ লেগেছিল। আর সেজন্যই ‘হ্যাঁ’ বলেন। তবে যখন মায়া হয়ে ওঠার পদ্ধতিতে তিনি ঢুকে পড়লেন, তখন পুরো বিষয়টাই যেন বদলে যেতে লাগল। গল্পের ‘মায়া’, আর সিনেমায় উঠে আসা ‘মায়া’ দুটো যেন পুরো আলাদা।