গাঢ় সবুজ লিপস্টিক পড়ে ট্রোলড স্বস্তিকা! সপাটে নিন্দুককে জবাবও দিলেন অভিনেত্রী

বয়স ৪০ পেরলেও এখনো ভক্তদের সেনসেশন তিনি। তার স্টাইল,পোশাক, মেকআপ, ব্যক্তিত্ব সবকিছুই একেবারে ব্যতিক্রমী সব সময়। স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য নয় বরং নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্যও একই রকম ভাবে জনপ্রিয়। কোন কিছুই রাগ ঢাক না রেখে একেবারে মনের কথা অকপটে বলে ফেলেন তিনি।
সম্প্রতি সবুজ এক প্রিন্টেড পোশাকের সঙ্গে গাঢ় সবুজ রঙের লিপস্টিক পরে ছবি দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবি দেখামাত্রই বেশ কিছু নিন্দুক নিন্দে করতে শুরু করেছেন। যদিও সেই সব কিছুকে পাত্তা না দিয়ে নিন্দুকদের মুখের উপর পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকা।
অ্যানিমেল প্রিন্টেড সবুজ রঙের কোঅর্ড সেট পরে ছবি শেয়ার করেন অভিনেত্রী। সঙ্গে ছিল ঠোঁটে সবুজ লিপস্টিক। এই দেখেই এক নেটিজেন প্রশ্ন করে বসেন, “এই রঙের লিপস্টিক কেন?” এরপর এই পাল্টা জবাব দিয়ে স্বস্তিকা বলেন, “কেন নয়? আর সেটার সিদ্ধান্তই বা কে নেবে? আমি নিশ্চয়! কারণ এটা অআমার চেহারা, আমার লিপস্টিক। আপনার ভাল নাই লাগতে পারে। তবে কেন জিজ্ঞেস করাটা বাচ্চাদের মতো”। অপর এক নেটিজেন বলছেন, ‘দিদি ভয় পেয়ে গেছি।’ তাঁকে মোক্ষম উত্তর অভিনেত্রীর। বললেন, “মাঝেমধ্যে ভয় পাওয়া ভাল।”
প্রসঙ্গত, সব সময়ই ছক ভাঙা নিয়মে গা ভাসাতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ে খবরের শিরোনামে তিনি। তাঁর শাড়ি, ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়া জোগাড় হয়।