তুমি আছো বলেই জীবনে এত রং! মেয়ের জন্মদিনে বিশেষ পোস্ট স্বস্তিকার

Published on:

তুমি আছো বলেই জীবনে এত রং! মেয়ের জন্মদিনে বিশেষ পোস্ট স্বস্তিকার

মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন স্বস্তিকা। বেছে নিতে দিয়েছেন পছন্দের কেরিয়ার। ২৫ বছর বয়সী অন্বেষা মুম্বই থেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ব্রিটিশ যুক্তরাজ্যে সাইকোলজি নিয়ে মাস্টার্স করছেন। এরমধ্যেই
মেয়ের জন্মদিনে বিশেষ পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

মেয়ের সঙ্গে মিষ্টি একটি ছবি দিয়ে স্বস্তিকা লিখেছেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দরীর জন্মদিন। আমার মেয়ে, সবার সেরা। আমার বেড়ানো, খাওয়াদাওয়ার সঙ্গী। তুমি আছ বলেই আমার হৃদস্পন্দন থেমে যায়নি। তুমি আছ বলেই আমার জীবনে এত আলো, এত রং”।

   
 ⁠

অভিনেত্রীর কথায়, অন্বেষা তাঁর চোখে ‘রাজকন্যা’। মেয়ের চলার পথ আলোকিত করতে দরকারে তিনি নক্ষত্রলোকের আলো ধার করে আনবেন।মেয়ের সুখের জন্য তিনি আজীবন সন্তানের ভারী বোঁচকা বয়ে বেড়াবেন।

  
 ⁠

পড়াশোনার পাশাপাশি সে দেশে চুটিয়ে ঘুরেও বেড়ান অন্বেষা। পার্টি করেন বন্ধুবান্ধবদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায়ও দারুন সক্রিয় সে। এবার তাঁর আপলোড করা ছবি দেখে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

অন্বেষা কোনও ভাবেই সে অভিনয়ের পথে হাঁটতে চায় না। একবার এক সাক্ষাৎকারে সে জানিয়েছিল, “আমি এত কষ্ট করে এখানে UK-তে এসেছি পড়াশোনা করতে, কলকাতা ফিরে গিয়ে অভিনেত্রী হব বলে? বাহ! কী মনে হচ্ছে এখানে আমি বেড়াতে এসেছি”।