অফবিট

কাজের ফাঁকে বিরল প্রতিভা! সাফাইকর্মীর নাচ দেখে আপ্লুত নেট দুনিয়া

প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না। ইচ্ছাশক্তি থাকলে প্রতিভা কাজের মাঝেও দেখানো যায়। আর এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সাফাই কর্মীর নাচ দেখে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। তারি নাচের দক্ষতা দেখে আপ্লুত নেট দুনিয়া।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, এক সাফাই কর্মী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচ করছেন। আর তার সেই নাচ অত্যন্ত পারদর্শী নৃত্যশিল্পীদের মতই। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ব্যক্তির ভিডিও দেখে আপ্লুত গোটানের দুনিয়া। মুহূর্তেই বহু শেয়ার লাইক কমেন্টে ভরে গিয়েছে সেই পোস্ট। প্রত্যেকেই প্রশংসা করেছেন ওই সাফাই কর্মীর দক্ষতার। নানান রকম প্রশংসিত মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বাক্স।

এক ব্যবহারকারী লিখেছেন, “আমরা আপনার জন্য গর্বিত। আপনি আমাদের শহর পরিষ্কার করে আপনার স্বপ্ন পূরণ করছেন”। অপর একজন লিখেছেন আপনি আপনার কাজকে কতটা ভালোবাসেন দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকেরই তার কাজকে ভালবাসতে হবে এবং এটা নিয়ে গর্বিত হওয়া উচিত সকলের। আরো এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “দুঃখিত স্যার এখানে শুধুমাত্র একটি লাইক অপশন আছে, আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি”।

Back to top button