অচেনা মানুষের থেকে সোনার উপহার পেয়ে আপ্লুত শ্বেতা! আইবুড়ো ভাত খেতে খেতে কী বললেন অভিনেত্রী?

Published on:

অচেনা মানুষের থেকে সোনার উপহার পেয়ে আপ্লুত শ্বেতা! আইবুড়ো ভাত খেতে খেতে কী বললেন অভিনেত্রী?

রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলি জগতের জনপ্রিয় এক জুটি। তাদের প্রেম সর্বজন বিদিত। কবে তারা ছাদনাতলায় যাচ্ছেন সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সেই কৌতূহল নিরসন হতেই জল্পনা শুরু হয়েছিল তাঁদের নাকি বিচ্ছেদ হতে চলেছে। বিয়ে নাকি ভাঙছে তাঁদের। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন এই জনপ্রিয় জুটি। এমনকি প্রকাশ্যেও এসেছে তাদের প্রি ওয়েডিং এর ছবি এবং একই সঙ্গে বিয়ের তারিখ। শুরু করেছেন আইবুড়ো ভাত খাওয়ার পর্বও। তবে এবার এমন একজনের থেকে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী যাতে নিজেও অবাক হয়েছেন তিনি।

কোনও আত্মীয়-স্বজন, বন্ধু মহল বা কলাকুশলী নয় এমন একজন তাঁকে আইবুড়ো ভাত খাওয়াল যাতে অবাক অভিনেত্রীও। তাঁর জন্য আইবুড়োভাতের আয়োজন করলেন তাঁরই এক অনুরাগী। শুটিং সেটেই তাঁর জন্য পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন ওই অনুরাগী।

   
 ⁠

অভিনেত্রী সেই আইবুড়ো ভাত খাওয়ার ছবি আপলোড করে লেখেন, “আইবুড়োভাত। একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালবেসে আমায় মন থেকে বোন মেনে সব কিছু আয়োজন করে শুটিং ফ্লোরে এসে আমাকে খাইয়ে গিয়েছেন। ধন্যবাদ দিদি। আপনি খুব খুব ভাল থাকুন আর এই ভাবেই আশীর্বাাদ করুন”।

  
 ⁠

তবে শুধু আইবুড়ো ভাত নয়। উপহারও দিয়েছিলেন ওই অনুরাগী শ্বেতাকে। একটি সোনা বাঁধানো পলা এবং একটি শাড়ি উপহার দিয়েছেন ওই অনুরাগী। এই উপহার ও ভালোবাসা পেয়ে আপ্লুত শ্বেতা।

ইতিমধ্যেই এই জুটি গুরুজনদের উপস্থিতিতে সেরেছেন আশীর্বাদ পর্ব। অর্থাৎ আরও একধাপ এগোলেন ছাদনাতলার দিকে।নীল পাঞ্জাবী পড়েছিলেন রুবেল। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা। পরিবার ঘনিষ্ঠ কয়েকজন এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই হল সব অনুষ্ঠান।

জানা গিয়েছে, ১৯শে জানুয়ারি, রবিবারই গাঁটছড়া বাঁধবেন দুজনে। অর্থাৎ বিয়ের বাকি আর মাত্র ২৮ দিন। প্রি-ওয়েডিং ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘দিন গুনছি চিরকালের মতো একসঙ্গে যাত্রা শুরুর আগে। দু’টো হৃদয় একটা সফর’।