তোমায় ছাড়া ঘুম আসে না মা! গুরুতর অসুস্থ শ্বেতার মা, ভর্তি হাসপাতালে

প্রবল অসুস্থ টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা। ভর্তি শহরের এক বেসরকারি হাসপাতালে। আর সেই কারণেই চিন্তিত তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি মায়ের অসুস্থতার কথা।
বেশ কিছুদিন ধরেই জ্বর অভিনেত্রীর মায়ের। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বরের পাশাপশি বুকেও সংক্রমণ দেখা দিয়েছে তাঁর। মায়ের অসুস্থতায় স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন শ্বেতা। তবে অভিনেত্রীর মায়ের ডেঙ্গু নেগেটিভ বলেই জানা গিয়েছে।
এদিকে মায়ের অসুস্থতার খবর ইনস্টাগ্রামে পোস্টে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “তোমায় ছাড়া ঘুম আসে না মা”। মা হাসপাতালে থাকায় কিছুই ভাল লাগছে না তাঁর। অভিনেত্রীর এই পোস্টে সকলেই তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেত্রীর বাবাও অসুস্থ ছিলেন। আবার সম্প্রতি তাঁর জন্মদিন গেছে। সেই জন্মদিনের আগেই তাঁর বাবার জ্বর হয়েছিল। এখন জন্মদিন কাটতেই তাঁর মাও ধুম জ্বরে আক্রান্ত। বাবা সুস্থ হতেই মা’কে নিয়ে চিন্তায় দিন কাটছে তাঁর।