বিদেশের মাটিতে এক টুকরো ভারত! এখানে স্বমহিমায় বিরাজমান স্বয়ং মা কালী

Avatar

Published on:

বিদেশের মাটিতে এক টুকরো ভারত! এখানে স্বমহিমায় বিরাজমান স্বয়ং মা কালী

বিদেশে ঘুরতে গিয়ে যদি ভারতীয় ছোয়া পাওয়া যায় তাহলে এর থেকে বড় উপহার ভারতবাসীর কাছে আর কি হতে পারে। শুধু সুইজারল্যান্ডেও পাওয়া গিয়েছে তেমনি ঝলক। আর এই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষেই। খাওয়া-দাওয়া থেকে চালচলন পোশাক সবেতেই ভারতের ছোঁয়া।

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, সুইজারল্যান্ডের একটি রেস্তোরাঁয় কয়েকজন ওয়েট্রেসরা কাস্টমারকে খাবার পরিবেশন করছেন এবং তাঁরা প্রত্যেকে পরে রয়েছেন ভারতীয় পোশাক। শুধু ভারতীয় পোশাক তা নয় বরং, একেবারে দেশী ভারতীয় পোশাক পরে রয়েছেন তাঁরা। দেখা যাচ্ছে মহিলা লাল রঙের সালোয়ার কামিজ পড়ে খাবার পরিবেশন করছেন।

   
 ⁠

এত গেল পোশাকের কথা।এমনকি রেস্তোরাতেও রয়েছে ভারতীয় নিদর্শন। গোটা রেস্তোরাঁটিকে সাজানো হয়েছে একেবারে ভারতীয় ধাচে। রেস্তোরার ভেতরে রয়েছে মা কালীর ছবি। রেস্তোরা কর্তৃপক্ষ যে পুরোপুরি ভারতীয় ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছেন তা এই ভিডিও দেখে স্পষ্ট।

  
 ⁠

জার্মানির এক ভারতীয় দম্পতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে তারা লিখেছেন, “কে জানতো সুইজারল্যান্ডে এসে এক টুকরো ভারত বর্ষ দেখতে পাব হঠাৎ করে। এটা যেন চোখের সামনে টাইম মেশিনের মত কাজ করল। আজ একজন ভারতবাসী হিসেবে গর্ব হচ্ছে ভীষণভাবে”। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাশ্চাত্য এই দেশের মধ্যে যেন হঠাৎ করেই খুঁজে পাওয়া গেল এক টুকরো ভারত। যা দেখে মুগ্ধ গোটা নেট দুনিয়া।