সন্তান বড্ড অবাধ্য, একটুও কথা শোনে না? এই টিপসগুলো মেনে চলুন, নিমেষেই কেল্লাফতে

Avatar

Published on:

সন্তান বড্ড অবাধ্য, একটুও কথা শোনে না? এই টিপসগুলো মেনে চলুন, নিমেষেই কেল্লাফতে

বেশকিছু বাচ্চা রয়েছে যারা ভীষণই অবাধ্য। বাবা মায়ের কথা তো শুনেই না বরং তারা কিছু বললে উল্টে আরো জেদী হয়ে ওঠে। এ সমস্ত বাচ্চাদের বাগে আনা বেশ কঠিন হয়ে পড়ে। সন্তানদের চিন্তায় ঘুম উড়ে যায় বাবা মায়েদের। কিন্তু কয়েকটা টিপস মেনে চললেই সন্তানকে রাখা যাবে বশে।

অনেক সময় সন্তানরা কথা না শুনলে বাবা মায়েরা রাগের চোটে খুব বকাঝকা করতে শুরু করেন। এতে সন্তান শুধরায় না বরং আরো জেদি হয়ে পড়ে সে সেই কারণেই, চেষ্টা করুন অহেতুক বকাঝকা না করে সেই সময়টায় মাথা ঠান্ডা রাখার। তারপর সময় পেলে সন্তানকে তার ভুল সম্পর্কে বোঝাতে পারেন। তাহলেই দেখবেন ছোট্ট সোনা আপনার কথা শুনবে।

   
 ⁠

ছোট থেকেই সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আপনি আপনার ছোটবেলার কথা বলে সন্তানকে আকৃষ্ট করতে পারেন। তার সারাদিনের গল্প পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে পারেন। শিশুর সঙ্গে দূরত্ব যত কমবে ততই সে আপনার অনুগত হয়ে উঠবে।

  
 ⁠

সবকিছুতেই সন্তানের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাদের ছোট ছোট মতামত কেউ গুরুত্ব দিতে হবে। তাদের পছন্দ অপছন্দকে সমান মর্যাদা দিতে হবে। কিছু ক্ষেত্রে তাদেরও পরামর্শ নিন। এতে শিশুটি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং আপনার কথাকেও গ্রাহ্য করবে।

প্রথমেই জ্ঞান দেবেন না। বরং চেষ্টা করুন তার সঙ্গে ভালোভাবে কথা বলার। পারলে তার প্রশংসা করুন। আর সপ্তাহান্তে তাকে নিয়ে ঘুরতে যান। ব্যস, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে।