রাস্তার ধারে মাইক হাতে গান গেয়ে মন্ত্রমুগ্ধ করলেন এই ব্যক্তি! মুহূর্তেই ভাইরাল ভিডিও

Avatar

Published on:

রাস্তার ধারে মাইক হাতে গান গেয়ে মন্ত্রমুগ্ধ করলেন এই ব্যক্তি! মুহূর্তেই ভাইরাল ভিডিও

কিছু কিছু প্রতিভা হয় একেবারেই ভগবান প্রদত্ত। সেই প্রতিভা কোনভাবেই লুকিয়ে রাখা যায় না। আর প্রতিভা প্রকাশ পেলেই তা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ব্যক্তির প্রতিভা ভাইরাল হয়েছে যা দেখলে তাজ্জব হবেন আপনিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার ধারে মাইক হাতে গান গাইছেন। তার সাহস ও কণ্ঠে মানুষ মুগ্ধ। ভাইরাল ভিডিওতে তাকে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গাইতে দেখা যায়। সামনে রাখা একটি দান বাক্স। আর এই ভাবেই নিজের দারিদ্র্যতার সঙ্গে লড়ে চলেছে সে।

   
 ⁠

ভিডিওটি just.indian.things নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করেছেন এক ইউজার। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৯৮ হাজারের বেশি মানুষ। কমেন্টে এক ইউজার লিখেছেন এটাই আসল প্রতিভা।

  
 ⁠

ভিডিওটি দেখার পর মানুষ এর প্রশংসাও করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন- একজন মানুষ তার সংসার চালানোর জন্য সবকিছু করতে পারে। আরেক ব্যবহারকারী লিখেছেন- এই লোকটির গানের গলাকে স্যালুট। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- কী মিষ্টি গলা, স্যালুট