টেলি তারকাদের জীবন বাইরে থেকে দেখতে ঝকঝকে মনে হলেও তাদের ও এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যাতে জীবনে ঝড় বয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা যায়। হাজার দুঃখের মধ্যেও হাসিমুখে শুটিং করতে হয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য নিজের কাজটা করে যেতে হয় নিয়ম মত। কিছুদিন আগে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়ের সঙ্গে।
গাঁটছড়া সিরিয়ালের সেটে মেকাপ রুমে রয়েছেন তখন তিনি। চলছে লাঞ্চ ব্রেক। হঠাৎই ফোনে খবর আসে অভিনেত্রীর স্বামী মারা গিয়েছেন। এই খবরে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আচমকা এ খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন অভিনেত্রী। তবে পরিস্থিতির সামলে নিয়ে ফের কাজে ফেরেন তিনি।
স্বামীর মৃত্যুর পরের দিন শুধুমাত্র ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। তারপরের দিন ফের পুনরায় কাজে যোগ দিয়েছেন তিনি। সিরিয়ালের দৃশ্যের খাতিরে ফের একমাথা সিঁদুর পড়েছেন। স্বামীর মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটেছে। তবু আজও প্রতিপদে তাঁকে মনে পড়ে তনুকার।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, স্বামীর চলে যাওয়া তার কাছে এক বিরাট অপূরণীয় ক্ষতি। ৩২ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ল তাদের। তাঁর কথায়, “লাঞ্চটাইমে কেউ আর ফোন করে জিজ্ঞাসা করেন না ‘খেয়েছ’? অভিযোগ-অনুযোগ শোনার মানুষটাই যে আর নেই।” কিন্তু জীবন চলে তার নিয়মে। তাই বিভিন্ন বাধা বিঘ্ন কে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন তিনিও।