বিনোদন

মরা পোড়ানোর ঘাটে গঙ্গা স্নান, চুলকানি হবে! কটাক্ষ করতেই সপাটে জবাব দিলেন তনুশ্রী

একসময় সাহস বেশে অভিনয় করে দারুণ তাক লাগিয়ে দিয়েছিলেন তনুশ্রী দত্ত। সাফল্যের শিখরে উঠতে খুব বেশি সময় নেননি এই অভিনেত্রী। কিন্তু তারপরেই হঠাৎ করেই হারিয়ে যান প্রচারের আড়ালে। ঠিক কি কারনে সিনে জগৎ থেকে দূরে সরে গেলেন তিনি তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে। এবার ফের একবার আলোচনার শিখরে তিনি। নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে পাল্টা জবাবও দিয়েছেন।

বহুদিন ধরেই অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। বর্তমানে আধ্যাত্মিক জীবনযাপনে ব্যস্ত অভিনেত্রী। কিছুদিন আগেই বারাণসী গিয়েছিলেন তনুশ্রী। সেখানে গিয়ে মণিকর্ণিকা ঘাটে ডুব দিয়ে গঙ্গাস্নান সেরেছেন। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাস তারপরেই শুরু হয়েছে কটাক্ষ।

এই ছবি দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, “মণিকর্ণিকা ঘাটে মরা পোড়ানো হয়। ওখানে কেন স্নান করলে গঙ্গা ভীষণ দূষিত নদী। তাও তুমি আবার শ্মশানে স্নান করলে।” কেউ আবার লিখেছেন, “গায়ে চুলকানি হবে এবার”। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “দূষিত নদীতে স্নান করলে পাপ ধুয়ে যাবে”?

তবে এই সব কিছুর জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, “হে ভগবান! আমি এসব জানতাম না। স্নান তো করে ফেলেছি। এবার যা হবে দেখা যাবে। আমি সুস্থই থাকব আশা করি। আমার কিছু হবে না”।

২০০৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তনুশ্রী। এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’-র ছবিতে সাবলীল অভিনয় তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এরপর একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করলেও কোথাও একটা কম থেকে যাচ্ছিল। প্রয়োজন মত সাফল্য পাচ্ছিলেন না তিনি। তাঁর শেষ ছবি ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’।

এরপর প্রায় আট বছর অন্তরালে ছিলেন তিনি। ২০১৮ সালে ফের একবার শিরোনামে আসেন এই অভিনেত্রী। তবে নিজের কাজের জন্য নয় বিতর্কের কারণে। অভিনেতা নানা পাটেকরকে ‘মি টু’ অভিযোগে বিদ্ধ করেন তিনি। ‘হর্ন ওকে’ছবির সময় অভিনেতা তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ করাতেই তাকে সেই সময় ওই গান থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার।

Back to top button