সাদা ক্রোশেট ব্রালেটে বোল্ড লুক তনুশ্রীর! মায়ামি বিচে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী, রইল ছবি

সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে আপাতত ছুটির মুডে রয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আমেরিকার মায়ামি বীচে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছেন তিনি। আর সেখান থেকেই পোস্ট করলেন নিজের একাধিক ছবি।
অভিনেত্রী ইনস্টাগ্রামে ঢু মারলেই দেখা যাচ্ছে, সাদা রঙের ক্রোশে ব্রালেট পড়ে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে ক্রোশে শর্টস। আবার কোনও ছবিতে রয়েছে ফ্লোরাল শ্রাগ। সব মিলিয়ে অসামান্য লাগছে তাঁকে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই কটাক্ষ এসেছে বেশ কিছু। তবে সেই সব পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি এখন ১৫ দিনের সোলো ট্রিপ এনজয় করতেই ব্যস্ত। কিছুদিন আগে ডিজনিল্যান্ড ও নাসা থেকেও ছবি পোস্ট করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সম্পর্কে ছিলেন রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী। সকলেই ভেবেছিলেন তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু ছন্দপতন হয় মাঝপথে। জুটির ব্রেকআপ নিয়ে একটি গুজবও রয়েছে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, ‘বেডরুম’ ছবিতে অভিনয় করার সময়, অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা মানতে পারেননি তনুশ্রী।