দাদার কীর্তি থেকে শুরু করে হালফিলের সিনেমা সবেতেই নিজের ছাপ রেখেছেন তাপস পাল। আজ তিনি আর নেই। কিন্তু তার সিনেমা আজও অমলিন প্রতিটি বাঙালির কাছে।
এই তাপস পালের যখন প্রথম সিনেমা জগতে পা দেন তখন তার সঙ্গে ঘটেছিল বেশ কিছু মজার ঘটনা। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন বেশ কিছু তার সঙ্গে ঘটে যাওয়া মজার ঘটনার কথা। তবে পরে অবশ্য তিনি ধরা পড়ে গিয়েছিলেন সেই কথাও জানিয়েছেন।
তাপস পাল বলেন, যেহেতু তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না তাই সিনেমা করলেও সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছিলেন তিনি। তেমনভাবে ছবির পোস্টার না বেরোনোয় তাকে কেউ সেরকম চিনতে পারতো না। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা রাস্তায় ঘুরে বেড়ানো স্বাভাবিক জীবন যাপন চলছিল আগের মতই। প্রথম পাঁচটি ছবি করার পরেও তাকে সেভাবে কেউ চিনতে পারেনি।
এরপর অভিনেতা জানিয়েছেন, তবে দাদার কীর্তি করার পর থেকেই বদলে যায় জীবন। সর্বত্র পড়ে যায় পোস্টার। তা দেখেই জানতে পাড়েন সকলে যে তিনি অভিনয় করছেন।পরীক্ষা দিতে যেতে পারতেন না। বাড়ি থেকে ধরতেন রিক্সা। মুখ ঢেকে পরীক্ষা দিতে যেতে হত তাঁকে। এই ছবি তাঁকে এভাবেই সকলের নজরের কেন্দ্রে জনপ্রিয় করে দিয়েছিল।
দাদার কীর্তি সিনেমায় তার অভিনয় শুধু যে তাকে গোটা পাড়ায় জনপ্রিয় করেছিল তা নয় সিনে জগতেও তার পসার ছড়িয়ে পড়েছিল রাতারাতি। এই সিনেমা করার পর অভিনেতাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। একের পর এক হিট ছবির প্রস্তাব এসেছে তার কাছে। নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন তিনি।