‘হায়েস্ট পেড’ অভিনেত্রী হতে চাই না! বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে বিস্ফোরক তাপসী পান্নু

Avatar

Published on:

অভিনেত্রীরা কিছুই জানেন না, বুদ্ধি নেই অভিনেতাদের! হঠাৎ এমন মন্তব্য কেন করলেন তাপসী?

বরাবরই সোজা সাপটা জবাব দেন তাপসী পান্নু। আর সেই কারণেই বলিউডের বেশ কিছু মানুষ তাঁর থেকে দূরত্ব বজায় রেখে চলেন। যদিও তাতে তাঁর কিছু আসে যায় না বলেই দাবি তাঁর। এমনকি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নায়িকাদের দৌঁড়েও তিনি নাম লেখাতে অনিচ্ছুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, “আমি ‘হায়েস্ট পেড’ অভিনেত্রী হতে পারব না। আমি এত পারিশ্রমিকের অভিনেত্রী হতেই চাই না। আমি যা রোজগার করছি, তাতে আমার পেট চলে যাচ্ছে। আমি আমার জীবনের দৌড়ে সব সময় এক নম্বরেই থাকব। কারণ এই দৌড়ে আমি একাই ছুটছি। তাই এক নম্বরে আমিই থাকব”।

   
 ⁠

তিনি দক্ষতার সঙ্গে কাজ পাওয়ায় বিশ্বাসী। বলিউড ইন্ডাস্ট্রিতে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলেন তিনি। এর জন্য নাকি বেশ কিছু কাজও তাঁর হাতছাড়া হয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, “আমার কোনও অসুবিধা নেই। এটাই তো জীবনের শেষ কথা নয়। আর তার চেয়েও বড় কথা, জীবন খুব সীমিত। নিজেকে সব সময় সেটা বলতে থাকি। আমি অন্য কারও মতো এই জীবন বাঁচতে চাই না। নিজের মতো করে জীবন যাপন করাই আমার উদ্দেশ্য”।

  
 ⁠

কিছুদিন আগেই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে চাঁদের হাট বসেছিল। সবার মত আমন্ত্রণ পেয়েছিলেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। কিন্তু বিয়েতে তো যাননি অভিনেত্রী উল্টে সেই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

বিয়েতে না যাওয়া নিয়ে তাপসী পান্নু যা জানিয়েছেন তা শুনলে রীতিমত অবাক হতে হয়। তাপসী জানান, “আমি তো ওঁদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার মনে হয় বিয়ের বিষয়টা খুবই ব্যক্তিগত। আমি নিশ্চিত, বিয়েতে হয়তো ওঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের অনেকেই থাকবেন। তবে আমি সেরকম কোনও অনুষ্ঠানেই যাওয়া পছন্দ করি, যেখানে অতিথি এবং আমন্ত্রণকারী পরিবারের মধ্যে অন্তত কোনও কথাবার্তার সম্পর্ক থাকবে”।