অভিনেত্রীরা কিছুই জানেন না, বুদ্ধি নেই অভিনেতাদের! হঠাৎ এমন মন্তব্য কেন করলেন তাপসী?

Avatar

Published on:

অভিনেত্রীরা কিছুই জানেন না, বুদ্ধি নেই অভিনেতাদের! হঠাৎ এমন মন্তব্য কেন করলেন তাপসী?

বরাবরই সোজা সাপটা জবাব দেন তাপসী পান্নু। আর সেই কারণেই বলিউডের বেশ কিছু মানুষ তাঁর থেকে দূরত্ব বজায় রেখে চলেন। যদিও তাতে তাঁর কিছু আসে যায় না বলেই দাবি তাঁর। এমনকি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নায়িকাদের দৌঁড়েও তিনি নাম লেখাতে অনিচ্ছুক। এবার তিনি অভিনেতা অভিনেত্রীদের রাজনীতি করা নিয়ে মুখ খুললেন।

তাপসী পান্নু বলেন, তাঁর মতে অনেকেই হয়ত মনে করেন অভিনেতা-অভিনেত্রীরা রাজনৈতিক বা সামাজিক বিষয় নিয়ে কথা বলতে পারেন না। এই নিয়ে কথা বলতে গেলে তাদেরকে পাল্টা আক্রমণ করা হয়। এই সমস্ত কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না।

   
 ⁠

অভিনেত্রীর কথায়, “আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সব সময় কোনও নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন কোনও বিষয় নেই। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তাঁরা ভাবেন, কিছু বললেই সমস্যায় পড়তে পারেন”।

  
 ⁠

তাঁর সংযোজন, ” অনেকেই মনে করেন অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। এর দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা”।