চা বানানোর পর আমরা অনেকেই চায়ের পাতা ফেলে দিই। আবার কেউ কেউ সেই পাতা গাছের সার হিসেবে ব্যবহার করি। কিন্তু এছাড়াও চা পাতার বেশ কিছু গুনাগুন রয়েছে। যা জানলে আর কখনোই ব্যবহৃত চা পাতা ফেলে দিতে মন চাইবে না।
চায় পাতায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা কাটা ছেঁড়ায় মোক্ষম ঔষধ। কোথাও কেটে ছিঁড়ে গেলে, কিংবা আঘাত লাগলে ব্যবহৃত চা পাতা লাগিয়ে দিলে সহজেই উপশম মেলে।
আমাদের এখন প্রত্যেকেরই নয় মোবাইলে বা কম্পিউটারের সামনে বসে অধিকাংশ সময় কাটে। সে ক্ষেত্রে চোখের উপর চাপ পড়ে। তাই এই ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ হালকা করে চোখের ঠান্ডা শেক দিলে চোখের ক্লান্তি দূর হয়।
ব্রণের সমস্যাতেও এই ব্যবহৃত চা পাতা কাজে লাগে গালে যেখানে ব্রণ হয়েছে সেখানে তুলো দিয়ে এই চা পাতা কিছুক্ষণ লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ করলেই মুখ পরিষ্কার হবে।
ঘরের আসবাবপত্র পরিষ্কারের ক্ষেত্রেও এই ব্যবহৃত চা পাতার গুরুত্ব অপরিসীম। ব্যবহৃত চা-পাতা কে আরেকবার জলে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে আসবাবপত্র মুছে নিন। এতে আসবাবপত্রের আয়ুও বাড়বে আবার পরিষ্কারও হবে।
গ্রিন টি ব্যাগ পাতলা কাপড়ের মধ্যে মুড়ে জুতোর ভেতরে রেখে দিলে জুতোর দুর্গন্ধ দূর হয়। এছাড়াও ফ্রিজের ভেতর যদি রাখা যায় তাহলে ফ্রিজের ব্যবসা বন্ধু চলে যায়। ফ্রিজ থাকবে ফ্রেশ।