ক্লাসরুমে পড়ুয়াদের সঙ্গে উত্তাল নাচে মাতলেন শিক্ষিকা। এই ভিডিও ভাইরাল হল মুহূর্তেই। যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি জনপ্রিয় হয়েছে এই ভিডিও। পড়ুয়াদের সামনে শিক্ষিকার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে পড়ুয়াদের টিফিন পিরিয়ড চলছে। তখনই মেরুন শাড়ি পরে ভরা ক্লাসরুমে নেচে মাতাচ্ছেন শিক্ষিকা। ভোজপুরি গানে ম্যাডাম একেবারে সি-গ্রেড অভিনেত্রীর মতো কোমর দোলাচ্ছেন। যতই গানের তাল জোরালো হয়, ততই ম্যাডামও জোশে আসেন।
তবে এই ভিডিওর সমালোচনা করেছেন নেটিজেনরা। তাঁর বলেছেন আগে এমন নাচ দেখার জন্য টাকা খরচ করে ডান্স বারে যেতে হত। আজকাল সেই অশ্লীলতা ভালো ঘরের মেয়েরা এবং ভালো কলেজে পড়াশোনা করা মেয়েরা বিনামূল্যে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কেন আমাদের সময়ে এমন কোনো শিক্ষক ছিল না..! অপর একজন ব্যবহারকারী বলেছেন যে আমিও এই স্কুলে ভর্তি হতে চাই।।’ এক ব্যাক্তি কমেন্ট করে আবার বলেছেন, “খুব ভালো… পড়াশোনার পাশাপাশি বিনোদন… ভাল করেছেন ম্যাম।”