মাত্র ৫৫ সেকেন্ডেই মাত দর্শক! প্রকাশ্যে দেবী চৌধুরানীর প্রি টিজার

Published on:

মাত্র ৫৫ সেকেন্ডেই মাত দর্শক! প্রকাশ্যে দেবী চৌধুরানীর প্রি টিজার

প্রকাশ্যে এল দেবী চৌধুরানীর প্রি টিজার। মাত্র ৫৫ সেকেন্ডের ভিডিওতেই মাত দর্শক। ইংরেজদের সঙ্গে লড়াইও দেখানো হয়েছে এই টিজারে।কোথাও এক ফোঁটাও খামতি চোখে পড়ে নি গোটা ভিডিওতে। আর মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমি ধন্য আমায় বারবার নেতাজি, অ্যান্টনি ফিরিঙ্গি, লালন, ভবানী পাঠকের মতো চরিত্র হিসেবে ভাবার জন্য। এক জীবনে এত দারুণ চরিত্র সবাই পান না। আমার এই চরিত্র থেকে বেরোতে সময় লাগবে”।

   
 ⁠

মূল চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। সঙ্গে তাঁর উপড়ি পাওনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার বহুদিনের ইচ্ছে ছিল আমি পিরিয়ড ছবি করব। অবশেষে সেটা সফল হল। এর আগে ছোটবেলায় পূর্ব পশ্চিম উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ধারাবাহিক কাজ করেছি। বুম্বাদা এখানে আমার মেন্টর, এর আগে একটি ছবিতে বাবা হয়েছিলেন, তারপর প্রেমিক। এখন মেন্টর। ফলে ভালোই লাগছে। আগামীতে একসঙ্গে আরও ছবি করতে চাই”।

  
 ⁠

ভিডিয়ো শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করেছেন, ‘জয় ভৈরবী…ভবানী পাঠকের প্রণাম সবাইকে। বিস্মৃত ইতিহাসের পাতা থেকে, বাংলার মাটি থেকে উঠে আসা ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী এক অনন্যা বিজয়িনীর কাহিনী, ‘দেবী চৌধুরানী’ আসছে আগামী ১ মে, ২০২৫, আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র ছবি তৈরি করছেন। মূলত বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হয়েছে শ্যুটিং।পরিচালক জানিয়েছিলেন এক বছর আগে থেকে প্রোডাকশনের কাজ চলছিল। অনেকে লার্জ ক্যানভাসে এই ছবি শুট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

https://x.com/prosenjitbumba/status/1871801727856333146?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1871801727856333146%7Ctwgr%5E4c885a257e71ad63898ead8914550e69eb283b9e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-37623828371067031260.ampproject.net%2F2410292120000%2Fframe.html

তবে আসল চমক রয়েছে তার দেবী চৌধুরানী হয়ে ওঠার পরের সাজে। এই সাজে একেবারেই অনবদ্য লাগছে শ্রাবন্তীকে। কপালে তিলক, হাত তীর-ধনুক-তরোয়াল। গলায় রুদ্রাক্ষের মালা। পাট আর গাছের বাকল দিয়ে চটি পরানো হয়েছে। গায়ে জড়ানো রয়েছে পাটের বর্ম।

অন্যদিকে এই ছবিতে অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। তাঁর মাথায় জটা, মুখে লম্বা দাড়ি। খাটো করে পরানো হয়েছে ধুতি। গলায় দেওয়া রুদ্রাক্ষের মালা। গায়ে মাখানো হয়েছে ভষ্ম। কাঁধে ধনুক। দু হাতে রয়েছে দুটি খোলা তরোয়াল। প্রফুল্লর শ্বশুর হরবল্লভ রায়ের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী।