অরিজিতের গিটারে লেখা বিশেষ তিন শব্দ! এর অর্থ কী জানেন?

Published on:

অরিজিতের গিটারে লেখা বিশেষ তিন শব্দ! এর অর্থ কী জানেন?

অরিজিৎ সিং মানেই অতি সাধারণ ছাপোষা একজন মানুষ। খ্যাতির শীর্ষে থেকেও সব সময়ই আর পাঁচটা মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন তিনি। আর এতেই আরো কাছে চলে যান তার অনুরাগীদের। ঠিক তেমনভাবেই তার অনুরাগীরাও তাকে ভালোবাসায় ভরিয়ে দেন প্রতিমুহূর্তে। এবার গায়কের এক অজানা তথ্য সামনে এল।

অরিজিৎ সিংয়ের সঙ্গে থাকা গিটারে লেখা থাকে তিনটি নাম। ঝোড়া, ঝিলিক ও মিঠি। বিষয়টি নজরে এসেছে গায়কের ভক্তদেরও। কিন্তু, কেন গিটারে এই ধরনের শব্দ লেখেন অরিজিৎ সিং? তাই নিয়ে রয়েছে প্রবল কৌতুহল। এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে দর্শকদের মনে। সকলেই এই নাম গুলোর মানে জানতে আগ্রহী।

   
 ⁠

অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অ্যাকোয়াস্টিক গিটারগুলির এক একটি নাম দিয়েছেন গায়ক। তবে কোন গিটারের নাম কেন দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে সদুত্তোর রয়েছে কেবলমাত্র গায়কের কাছেই। যদিও এই নিয়ে গায়কের গিটারিস্টও সদুত্তর দিতে পারেননি।

  
 ⁠

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। কোনকালে প্রচারের আলোয় আসতে চান না তিনি। কিন্তু তার জনপ্রিয়তা তাকে বারবার প্রচারের কেন্দ্রে এনে ফেলে। অতি সাদামাটা এই গায়ককে দেখলেই খুব স্বাভাবিকভাবে ঘিরে ধরেন অনুগামীরা। অনেক ছোট থেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।