বিনোদন

বন্ধ রেওয়াজ, গান গাওয়া! বড় বিপদের ইঙ্গিত চিকিৎসকের, সারেগামাপা বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য্যর হল টা কী?

সারেগামাপার বিজয়ী অঙ্কিতা ভট্টাচর্য্যর গান গাওয়াই এখন বন্ধ। আপাতত গলার সমস্যায় ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মত এখন গান গাওয়া বন্ধ তার। এমনকি বন্ধ কথা বলাও। গায়িকা নিজেই এই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

অঙ্কিতা এক ভিডিও করে জানান, গলায় ইনফেকশন হয়েছে তাঁর। চিকিৎসক একদম বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কোনও ভাবেই এখন গান গাওয়া বা কথা বলা যাবে না। নয়ত বড় বিপদের ইঙ্গিতও দিয়েছেন চিকিৎসক।

রেওয়াজ, শো, রেকর্ডিং সবকিছুই বন্ধ রাখতে হয়েছে অঙ্কিতাকে। এদিকে এখন পুরোপুরি শো-এর মরশুম। বেশ কয়েকটি প্রোগ্রাম ধরা ছিল অঙ্কিতারও। কিন্তু সেই গুলো সব কটাই ক্যানসেল করতে হয়েছে। তার জন্য হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন তিনি।নিজের মেডিক্যাল সার্টিফিকেটও তুলে ধরেন তিনি।

ভিডিওতে অঙ্কিতাকে বলতে শোনা যায়, “আপনারা সকলে প্রার্থনা করুন যাতে আমি শীঘ্রই সুস্থ হয়ে যাই। আর আপনাদের সকলের কাছে গান শোনাতে আসতে পারি, অনেকভাবে ক্ষমা চাইছি। প্রার্থনা করুন যাতে আমার গলার ইনফেকশনটা তাড়াতাড়ি কেটে যায়”।

Back to top button