লাইফস্টাইল

আর্থিক কষ্ট ও ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চান? তাহলে বৃষ্টির জল দিয়ে করুন এই কাজগুলো

বেশিরভাগ মানুষই বৃষ্টির জলের মাহাত্ম্য সম্পর্কে জানেন না। বৃষ্টির জল সম্পূর্ণ প্রকৃতির উপাদান যে কারণে এর শুভ গুন অনেক বেশি। অনেক সময় মানুষ ঋণের বোঝায় আটকে পরে, তাই মুক্তি পেতে মেনে চলুন এই নিয়মগুলি।

প্রথমে একটি বালতিতে বৃষ্টির জল সংগ্রহ করুন৷ এবার তার মধ্যে অল্প একটু দুধ ঢেলে দিন৷ নিজের ভক্তি অনুষড়ে ঈশ্বরকে স্মরণ করে এই জল প্রতিদিন আপনার স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন। দেখবেন আপনার ঋণ কমতে থাকবে।

যে কোনো কারণে যদি আপনার ব্যবসায় ক্ষতি হয় তাহলে একটি পিতলের পাত্রে বৃষ্টির জল সংগ্রহ করুন৷ এবার পরবর্তী একাদশীর দিন ওই জল দিয়েই ভগবান বিষ্ণুর অভিষেক করুন। দেখবেন ব্যাবসার সমস্ত সমস্যা মিটে যাবে।

এছাড়াও যে কোনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে মাটির পাত্রে বৃষ্টির জল সংগ্রহ করুন৷ তারপর তা বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যেই সকল অর্থ কষ্টের থেকে মুক্তি মিলবে।

বাড়িতেম লক্ষীর আগমন ঘটাতে বৃষ্টির জল দিয়ে একটি বাটি ভর্তি করুন তারপর প্রিয় দেবতার কথা স্মরণ করে আম পাতা দিয়ে সেই জল ছিটিয়ে দিন গোটা বাড়িতে। এতে করে মা লক্ষী খুবই প্রসন্ন হন।

Back to top button