সে এক বিভীষিকাময় পরিস্থিতি! নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন তিথি

Published on:

সে এক বিভীষিকাময় পরিস্থিতি! নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন তিথি

একসময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। প্রতিটি বাঙালির ঘরে ঘরে দর্শকরা মুখিয়ে বসে থাকতেন কখন রাত আটটা বাজবে আর টিভির পর্দায় ভেসে উঠবে মা সিরিয়াল। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও ওই ধারাবাহিক নিয়ে এখনো আবেগ তাড়িত দর্শকরা। আর মা ধারাবাহিকের ঝিলিক যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিল সকলের। এখন অনেকটাই বড় হয়েছে সে। তাঁর ছবি দেখে কার্যত মুগ্ধ দর্শক।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী তিথি বসু। ঝিলিকের ছোটবেলার অভিনয় দর্শকদের মন কেড়েছিলেন তিনি। এমনকি বহুদিন অভিনয় জগত থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। তবে অনেকদিনই টিভির পর্দায় দেখা যায় নি তাঁকে।

   
 ⁠

এক সাক্ষাৎকারে তিথি বলেন, “আমি সিরিয়াল বা সিনেমায় কাজ না করলেও, কাজ চালিয়ে যাচ্ছি। নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি নিয়মিতভাবে”। তিনি জানান, “আইসিএসসি পরীক্ষার ঠিক আগে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। সে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল আমার জন্য”।

  
 ⁠

তাঁর ছবি দেখে এখনও। নস্টালজিয়া ভাসেন দর্শকরা বিভিন্ন ধরনের মন্তব্যে ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, প্রতিদিন সকাল থেকে অপেক্ষা করতাম কখন রাত আটটা বাজবে আর পড়া শেষ করে মা সিরিয়াল দেখব। কেউ কেউ আবার লিখেছেন হীরা মার চরিত্রের কথা তুলে তাদেরকে ভয় দেখিয়ে খাওয়াতেন তাদের মায়েরা।