গসিপ

ফের বিয়ের সানাই টলি পাড়ায়? এবার কি তবে ছাদনাতলায় যাচ্ছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক?

টলিউডে এখন বিয়ের সমারোহ। একের পর এক টেলি অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন। এবার গুঞ্জন উঠল তাহলে কি মা ধারাবাহিক খ্যাত ঝিলিক ওরফে তিথি বসুও বিয়ে করছেন? কারণ সম্প্রতি শাঁখা পলা শাড়ি পরে বধূ বেশে ছবি দিয়েছেন তিনি। আর সেই দেখেই জল্পনা তুঙ্গে।

একসময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। প্রতিটি বাঙালির ঘরে ঘরে দর্শকরা মুখিয়ে বসে থাকতেন কখন রাত আটটা বাজবে আর টিভির পর্দায় ভেসে উঠবে মা সিরিয়াল। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও ওই ধারাবাহিক নিয়ে এখনো আবেগ তাড়িত দর্শকরা। আর মা ধারাবাহিকের ঝিলিক যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিল সকলের। এখন অনেকটাই বড় হয়েছে সে। তাঁর ছবি দেখে কার্যত মুগ্ধ দর্শক।

কিন্তু সেই সব প্রশ্নের উত্তর অবশ্যই ‘না’। কারণ অভিনেত্রীর এমন সাজ শুধুমাত্র একটি অলংকার বিপনী সংস্থার জন্য। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, সবুজ একটি শাড়ির সঙ্গে ম্যাচ করে নীল স্লিভলেস ব্লাউজ পরে। সঙ্গে ছিল গা ভর্তি গয়না।

নিজের এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “সব রেডি আছে দেখতেই পাচ্ছ, আমি বিয়ের জন্য প্রস্তুত। এবার খালি ছেলেটা পেলেই হল”।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী তিথি বসু। ঝিলিকের ছোটবেলার অভিনয় দর্শকদের মন কেড়েছিলেন তিনি। এমনকি বহুদিন অভিনয় জগত থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। তবে সম্প্রতি ফের আবার পর্দায় ফিরছেন তিনি। ইতিমধ্যে সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেও একেবারে শাড়ি লুকে দেশি গার্ল ইমেজে সকলের ঘুম কেড়েছেন অভিনেত্রী। কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে লাল শাড়ি আর সঙ্গে ম্যাচিং জুয়েলারি, ব্যাস এতেই ঘুম উড়েছে অনুরাগীদের। প্রেমের প্রস্তাব দিয়ে বসেছেন বেশ কিছু জন।

কমেন্ট বক্সে ভক্তদের মধ্যে একজন লাভ ইমোজি দিয়ে লিখেছেন, কিছু বলার নেই, জাস্ট ফিদা। এক নেটাগরিক লিখেছেন, “আগে তুমি ‘মা’গান শুনিয়ে ঘুম পাড়াতে আর এখন সবার ঘুম ওড়াতে এসেছ”। কেউ আবার লিখেছেন, “এমন একটা বউ যদি পেতাম তাহলে এক মাস খাওয়াদাওয়া বন্ধ। আমাকে তো কেউ খুঁজেই পেত না। বাইরে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেব”।

Back to top button