বিনোদন

জীবনের বড় পরীক্ষার আগেই বাবা-মায়ের বিচ্ছেদ! ‘মা’ ধারাবাহিকের ঝিলিকের কাহিনী চোখে জল আনবে আপনারও

নায়ক নায়িকাদের জীবন উপর থেকে দেখতে যতটা ঝা চকচকে মনে হয় সব সময় কিন্তু তেমনটা হয় না। তাদের জীবনেও থাকে অনেক স্ট্রাগলের গল্প। যা কোন সময় প্রকাশ্যে আসে আবার কোন সময় প্রকাশ্যে আসে না। কেমনই নিজের জীবনের সংঘর্ষের কথা এবার শেয়ার করলেন মা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু।

নিজের জীবনের টানাপোড়নের কথা জানাতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি যখন ক্লাস টেনে পড়েন ঠিক মাধ্যমিক পরীক্ষার আগে তার বাবা-মা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে এহানো ধাক্কা তাকে নাড়িয়ে দিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে একা দিন নুন ভাত খেয়েও স্কুলে গিয়েছেন তিনি।

তার বাবা তাদের ছেড়ে চলে যাওয়ায় অনেক দুর্বিসহ দিন তাদের কাটাতে হয়েছে বলে জানান তিনি। বলেন, “এমনও দিন গিয়েছে যে ইলেকট্রিক বিল দিতে পারিনি বলে আমি এবং মা অন্ধকার ঘরে বসে থেকেছি। বাবা মায়ের এই বিচ্ছেদ পর্ব চলাকালীন অনেকের কাছেই আমি হাসির খোরাক হয়েছিলাম। নিজের চোখে রক্তের সম্পর্ককে শত্রু হতে দেখেছি।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতেই আমি জীবনের প্রথম বোর্ড পরীক্ষাটা দিয়েছিলাম। দেখতাম বন্ধুদের বাবা-মা আসতেন। আমি একা একা হেঁটে স্কুলে যেতাম। বাড়ির পাশেই স্কুল ছিল। একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতাম। সেখানে তিন মাস ছাড়া বেতন দেওয়াটাও সেই সময় আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল।”

Back to top button