সাদা শর্ট ড্রেসে যেন রাজকন্যা! কার সঙ্গে মধ্যরাতে জন্মদিন পালন তিয়াসার?

টেলি জগতের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা। এই নাম টা অচেনা লাগলেও কৃষ্ণকলি নাম টা সকলেরই পরিচিত। আর এই নামেই অভিনেত্রীকে চেনেন সকলে। কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হয়ে গেলেও অভিনেত্রী এখনো তাঁর পর্দার নামেই পরিচিত। এবার এই অভিনেত্রীর জন্মদিনের ছবি পোস্ট করেই তাক লাগালেন।
মধ্যরাতে বিছানায় বসে কেক কাটার ছবি আপলোড করেছেন অভিনেত্রী। গত ১৬ অগাস্ট ২৪-এ পা রেখেছেন তিয়াসা। পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি সহকর্মী এবং নিজের জীবনের প্রিয় মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছেন নায়িকা৷
ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের শর্ট ড্রেস পরে বিছানায় উপর বসে কেক কাটছেন তিয়াসা৷ চারিদিক সাজানো রয়েছে বেলুন দিয়ে। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন,আরও একটা কেক কাটিং৷ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
তাঁর এই জন্মদিন পালনের দায়িত্বে ছিলেন তাঁর নতুন প্রেমিক। অভিনেত্রী নিজেই তার প্রেমিকের কথা জানিয়েছেন। তিয়াসা বলেন, মঙ্গলবার রাত থেকেই সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আমার জন্মদিন পালন করেছে ও। এমনকি তাঁর জন্মদিনকে বিশেষ করে তোলার পেছনে একমাত্র তার প্রেমিকের অবদান রয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। যদিও এত কিছু জানালেও প্রেমিকের নাম এখনই প্রকাশ্যে আনেননি কৃষ্ণকলি।