আবার একসঙ্গেই আছি! মনোমালিন্য কাটিয়ে প্রাক্তনের কাছেই ফিরলেন তিয়াশা

Published on:

আবার একসঙ্গেই আছি! মনোমালিন্য কাটিয়ে প্রাক্তনের কাছেই ফিরলেন তিয়াশা

টেলি জগতের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা। এই নাম টা অচেনা লাগলেও কৃষ্ণকলি নাম টা সকলেরই পরিচিত। আর এই নামেই অভিনেত্রীকে চেনেন সকলে। কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হয়ে গেলেও অভিনেত্রী এখনো তাঁর পর্দার নামেই পরিচিত। এবার ফের পুরোনো প্রেমিকের কাছেই ফিরলেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন।

বহুদিন ধরেই গুঞ্জন উঠেছিল তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরো বেশি করে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার কারণ হল এর আগে তার একবার বিয়ে হয়ে গিয়েছিল। যদিও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। বিচ্ছেদ হয়ে যায় স্বামীর সঙ্গে। তারপর ফের নতুন করে সম্পর্কে জড়ান তিনি।

   
 ⁠

কিন্তু শোনা গিয়েছিল, সোহেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। মনোমালিন্য চলছিল বিস্তর। কিন্তু সেই সব মান অভিমান কাটিয়ে এখন আবারও কাছাকাছি এসেছেন তাঁরা। তিয়াশা বলেন, “আসলে বেশ কিছু দিন ধরেই আমরা আবার একসঙ্গেই আছি। রাগ হয়েছিল। কিন্তু এত বার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না”।

  
 ⁠

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, “কী কী ঘটেছে, তা আমি জানি, আমার পরিবার জানে। সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না। তবে স্বীকার করতে আপত্তি নেই যে আমি সম্পর্কে রয়েছি। যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজে মন দিতে চাই”।