সম্পর্কে রয়েছি, জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে চাই! নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন তিয়াশা লেপচা

টেলি জগতের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা। এই নাম টা অচেনা লাগলেও কৃষ্ণকলি নাম টা সকলেরই পরিচিত। আর এই নামেই অভিনেত্রীকে চেনেন সকলে। কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হয়ে গেলেও অভিনেত্রী এখনো তাঁর পর্দার নামেই পরিচিত। এবার এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন।
বহুদিন ধরেই গুঞ্জন উঠেছিল তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরো বেশি করে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার কারণ হল এর আগে তার একবার বিয়ে হয়ে গিয়েছিল। যদিও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। বিচ্ছেদ হয়ে যায় স্বামীর সঙ্গে। তারপর ফের নতুন করে সম্পর্কে জড়ান তিনি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, “কী কী ঘটেছে, তা আমি জানি, আমার পরিবার জানে। সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না। তবে স্বীকার করতে আপত্তি নেই যে আমি সম্পর্কে রয়েছি। যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজে মন দিতে চাই”।
কিছুদিন আগেই মধ্যরাতে বিছানায় বসে কেক কাটার ছবি আপলোড করেছেন অভিনেত্রী। গত ১৬ অগাস্ট ২৪-এ পা রেখেছেন তিয়াসা। পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি সহকর্মী এবং নিজের জীবনের প্রিয় মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছেন নায়িকা৷
ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের শর্ট ড্রেস পরে বিছানায় উপর বসে কেক কাটছেন তিয়াসা৷ চারিদিক সাজানো রয়েছে বেলুন দিয়ে। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন,আরও একটা কেক কাটিং৷ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
তাঁর এই জন্মদিন পালনের দায়িত্বে ছিলেন তাঁর নতুন প্রেমিক। অভিনেত্রী নিজেই তার প্রেমিকের কথা জানিয়েছেন। তিয়াসা বলেন, মঙ্গলবার রাত থেকেই সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আমার জন্মদিন পালন করেছে ও। এমনকি তাঁর জন্মদিনকে বিশেষ করে তোলার পেছনে একমাত্র তার প্রেমিকের অবদান রয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। যদিও এত কিছু জানালেও প্রেমিকের নাম এখনই প্রকাশ্যে আনেননি কৃষ্ণকলি।