হট প্যান্টে ঝড় তুললেন তিয়াশা! ‘বাংলা মিডিয়ামের প্রিন্সিপালের’ নাচ দেখে তুমুল কটাক্ষ নেটিজেনদের

কাঁটা লাগা গানে হট প্যান্ট পরে খোলা আকাশের নীচে তুমুল নাচ করছেন বাংলা মিডিয়ামের প্রিন্সিপাল। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। আর এই ভিডিও দেখে তুমুল কটাক্ষ নেটিজেনদের। কথা হচ্ছে তিয়াশা লেপচাকে নিয়ে। সম্প্রতি এক ভিডিও দিয়েছেন তিনি। তাতেই শুরু হয়েছে শোরগোল।
বাংলা মিডিয়াম ধারাবাহিকে প্রিন্সিপালের ভূমিকায় দেখা যাচ্ছে তিয়াশা লেপচাকে। নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন তিনি। যথেষ্ট জনপ্রিয় হয়েছে তার চরিত্র ইতিমধ্যেই। এবার এই ভিডিও দিতেই ধেয়ে এল কটাক্ষ।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা হট প্যান্ট আর সঙ্গে হলুদ শার্ট পড়ে ছাদে খোলা আকাশের নীচে কাঁটা লাগা গানে নাচ করছেন তিয়াশা। নাচের রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। অনেকেই ভিডিওটির প্রশংসা করেছেন। আবার অনেকে নিন্দা করে লিখেছেন, “বাংলা মিডিয়াম-এর প্রিন্সিপালের নমুনা”। একজন আবার লিখেছেন, “প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছে আরেকটু ছোট পরতে হতো”।
টেলি জগতের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা। এই নাম টা অচেনা লাগলেও কৃষ্ণকলি নাম টা সকলেরই পরিচিত। আর এই নামেই অভিনেত্রীকে চেনেন সকলে। কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হয়ে গেলেও অভিনেত্রী এখনো তাঁর পর্দার নামেই পরিচিত।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন আগেই তিনি জানান, “কী কী ঘটেছে, তা আমি জানি, আমার পরিবার জানে। সে সব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না। তবে স্বীকার করতে আপত্তি নেই যে আমি সম্পর্কে রয়েছি। যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজে মন দিতে চাই”।