বিদায় বেলায় সিঁদুরে রাঙা পরিচিত মুখেরা! রইল টলি তারকাদের একঝাঁক ছবি

আকাশে বাতাসে বিষাদের সুর। এবার উমার কৈলাশে ফেরার পালা। কিন্তু শারদীয়ার শেষ মুহূর্তের আনন্দটুকুও কোনও ভাবেই ছাড়তে চায়না বাঙালি। তাই সিঁদুর খেলার মধ্যে দিয়েই সেই রেশ ধরে রাখতে চায় সকলেই। তার ব্যতিক্রম নন তারকারাও।

ভারী গয়না পড়ে গালে সিঁদুর মেখে অন্যরকম ভাবে ধরা দিলেন নিম ফুলের মধুর পর্ণা।

বিদায় বেলায় মায়ের গালে সিঁদুর মাখিয়ে আদর অভিনেত্রী শ্রীমার। এদিন সবুজ রঙের পোশাকে বিনা মেকআপে ধরা দিয়েছেন তিনি।

দশমীর সন্ধ্যায় বরণ ডালা হাতে অভিনেত্রী তন্বী লাহা। লাল শাড়ি, কালো স্লিভলেস ব্লাউজে অসাধারণ লাগছিল তাঁকে। সঙ্গে ছিল মানানসই হার।

লাল পেড়ে সাদা শাড়িতে সাবেকি সাজে দেখা গেল জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে।

শ্রীপর্ণা রায় ও বাসবদত্তা চট্টোপাধ্যায় বিজয়ার দিনে শেয়ার করে নিলেন একই ফ্রেম। হ্যান্ডলুমের শাড়িতে দুজনকে দেখাচ্ছিল অনবদ্য।

বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলে, হই হুল্লোড় করে দশমী কাটালেন ঐশ্বর্য সেন।

বিস্কুট কালারের শিফনের শাড়ি, সঙ্গে ভারী কানের দুল, হাতে ম্যাচিং চুরিতে দশমীতে নজর কাড়লেন দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। সঙ্গে ছিল তাঁর লাজুক হাসি।

উমার বিদায় বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সঙ্গে ছিলেন বন্ধু অভিনেত্রী ঐন্দ্রিলা বোসও।

লাল সাদা ঢাকাই জামদানি শাড়িতে হাতে বরণ ডালা নিয়ে সাবেকি সাজে দেখা গেল জগদ্ধাত্রী’র ‘সাংভি’ ওরফে প্রেরণা ভট্টাচার্যকে।