স্বাধীনতার ৭৬ বছর! টলি তারকারা কে কেমন কাটালেন স্বাধীনতা দিবস? রইল ছবি

সবাই নিজের নিজের মত করেই পালন করেছেন স্বাধীনতা দিবস। এর মধ্যে বাদ যাননি টলিপাড়ার তারকারাও। নিজেদের মতো আনন্দ করে দেশের প্রতি ভক্তি জানিয়ে তাঁরাও পালন করেছেন দেশের মুক্তির আনন্দ।
পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও কোয়েল মল্লিককে। সাদা সালওয়ার কামিজ পরে তিরঙা ওড়াচ্ছেন তাঁরা।

সাদা রঙের চুড়িদার, তেরঙ্গা ওড়নায় নজর কেড়েছেন মধুমিতা সরকার। হাতে ছিল দেশের পতাকা। তেরঙ্গা গয়না বা কখন বিশেষ নৃত্যের ভঙ্গিতে দেশমাতাকে শ্রদ্ধা জানালেন তারকারা।

সাদা পোশাক, হালকা হাসিতে দেশের পতাকা হাতে দেখা গেল অভিনেত্রী ঊষসী রায়কে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিকও সাদা পোশাকে জাতীয় পতাকা হাতে ছবি দিলেন।

দেশের পতাকা হাতে সাদা পোশাকে ছবি পোস্ট করে নিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। নাচের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন পিলু খ্যাত মেঘা দা। অন্যদিকে, নজর কেড়েছেন অভিনেত্রী তন্বী। এদিন পথশিশুদের পতাকা দেওয়ার পাশাপাশি আইস্ক্রিম খাওয়ান তিনি।