নজর এড়িয়ে অন্তরঙ্গ দুর্জয়-রাণী! প্রোমো প্রকাশ পেতেই ক্ষুব্ধ দর্শক মহল

সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে নয়া ধারাবাহিক তোমাদের রানী। আর শুরু থেকেও টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। দর্শকদেরও বেশ পছন্দ হচ্ছে গল্প। তবে হঠাৎই এমন প্রোমো প্রকাশ্যে এসেছে যা দেখে ক্ষেপে গিয়েছেন দর্শক মহল।
সিরিয়ালে একটি এপিসোডের ঝলক সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আগেই অন্তরঙ্গ হয়ে পড়েছে দুর্জয় ও রানী। নেশার ঘোরেই রানীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেই দেখেই চটেছে দর্শকদের একাংশ।
আরও পড়ুন: ফের উচাটন সূর্য-দীপার জীবনে! অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নতুন ভিলেন
আসল বিষয়টি হল, দৃশ্যে দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়িতে গিয়ে নিজের প্রক্তনের মুখোমুখি হয় দুর্জয়। তখনই মাথার ঠিক রাখতে না পেরে নেশা করে বসে সে। আর নেশার বশেই রানীর সঙ্গে ঘনিষ্ট হয়ে পড়ে। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, কোনও রকম সম্পর্ক তৈরি হওয়ার আগেই হঠাৎ করে সোজাসুজি কিভাবে সহবাস হতে পারে। এই বিষয়টি বাড়াবাড়ি বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: গৌরী রূপে কোয়েল, দেবাদিদেব হলেন রনজয়! মহালয়ার আগেই দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক
মূলত, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়বে রাণী। এরপর নিজের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাঁকে। এই বিষয়টি আগে থেকেই ঠিক ছিল। কিন্তু শুরুতেই কোনও রকম সম্পর্ক মজবুত না হয়েই সোজাসুজি শারীরিক সম্পর্ক এই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।
এই নিয়ে নানান নেতিবাচক কমেন্টও এসেছে। কেউ লিখেছেন, “বোধহয় জলসার সব ডাক্তারদের মাথাটাই খারাপ, এক সূর্যয় রক্ষে নেই আবার দুর্জয়”। একজন লেখেন-“প্রেম শুরুর আগেই ফুলশয্যা হয়ে গেল”। অনেকে আবার মন্তব্য করেন, “এই কারণে রাণী এত তাড়াতাড়ি প্রেগন্যান্ট হয়ে যাবে”।